মনে আছে গত বিশ্বকাপ ২০১০ এ প্রিয় দল ব্রাজিলের একটি পতাকা কিনেছিলাম যদিও তা উড়ানো হয় নাই। আরও মনে আছে গত বছর এলাকার ব্রাজিলের সমর্থকরা মিলে চাঁদা তুলে দেওয়ালে ব্রাজিলের পতাকা একেছিলাম মূলত বিরোধীপক্ষ আর্জেন্টিনার সমর্থকদের সাথে প্রতিযোগীতা করে । আজকে এই মুহূর্তে সেই সবের কারন খুজলে কোন যৌক্তিক উত্তর পাই না ঠিক কেনো এমন করেছিলাম। কৌতুহলবশত এইবার যারা বিভিন্ন বিজাতীয় পতাকা কিনছে তাদের জিজ্ঞেস করছি এর কারন। তাদের কাছ থেকে পাওয়া কিছু উত্তর নিচে দিলামঃ-
• যেই দলের সমর্থন করি সেই দলকে ভালোবাইসা তাদের দেশের পতাকা উড়াই।
• আরে ভাই একটা মাসই তো।
• অন্য দলের পতাকা তো উড়াই পাশাপাশি নিজের পতাকা উপরে লাগাই কারন আমার দেশের মর্যাদা সবচেয়ে বেশী।
• এইটা একটা উৎসব এর মতো বিপক্ষ দলকে দেখানোর জন্য।
• পতাকা উড়াইলে সমস্যা কি??
• সবাই কিনতেছে তাই আমিও কিনছি প্রিয় দলের পতাকা।
এইরকম বিভিন্ন ধরনের কারন। ২০১০ সালে আমাকে কেউ জিজ্ঞেস করলে হয়তো আমিও উপরের যেকোন একটা কারন বলতাম কিন্তু আজ ২০১৪তে আইসা আমার এইটুকু উপলব্ধি হইছে যে যেকোন দেশের পতাকা হচ্ছে সেই দেশের আইডেন্টিটি আর সেই পতাকা ওড়ানো মানে নিজের আইডেন্টিটির ব্যাপারে সংশয়পূর্ণ হওয়া। হ্যা , জানি যারা বিভিন্ন দেশের পতাকা উড়ায় তারা এই ব্যাপারগুলো মাথায় আনে না কিন্তু তাই বলে কি অন্য দেশের পতাকা উড়ানোর সময় ব্যাপারগুলো মাথায় আনা বাঞ্চনিয় নয়??
ঠিক জানি না পৃথিবীর অন্য কোন দেশে সাধারন মানুষ এমন পরম মমতায় ভীনদেশের পতাকা উড়ায় কিনা?? তবে সবচেয়ে আশংকার ব্যাপার হচ্ছে এমনতর অন্যায়কে বিভিন্ন মানুষ যুক্তি জাস্টিফাই করতে চাচ্ছে। তারা একবারো ভাবতেছে না এইটা একটা অপসংস্কৃতি যা মোটেও ভবিষ্যত প্রজন্মের কাছে অনুকরনীয় রুপে তোলা উচিৎ না। বলতেছি না যে যারা বিজাতীয় পতাকা উড়াচ্ছে তারা দেশপ্রেমিক না শুধু আশা করতেছি তাদের শুভ বুদ্ধি উদয়ের। এই শুভ বুদ্ধি যত তাড়াতাড়ি উদয় হবে ততই জাতির জন্য মঙ্গল।
বিজাতীয় পতাকা সারা দেশে উড়ানোর প্রতিবাদে পুরো বিশ্বকাপে আমার ফেসবুক প্রোফাইলের কভার পিকে থাকবে আমার প্রানের পতাকার ছবি। আপনার?