প্রহরী বেলা কেটে গেলে
যখন উত্তরের জানালা গলে হিম হিম বায়ু
তোমাকে আলতো করে ছুয়ে দেবে
তুমি তখন ভুলে যাবে দক্ষিনা বাতাসের পরশ?
এই বেলা যাকে নিয়ে লক্ষ অযুত স্বপ্নে কাটালে
হৃদয়ের চোঁখ মেলে দেখেছ কি তার হৃদয়?
তোমার জন্য তার কি যে রোমাঞ্চ
বুঝেও না বোঝার ভানে তাকে ঠেলে দিলে এক বৈরী হাওয়ার পথে!
আমাদের সব ছিল আবার কিছুই ছিলনা বলার মত
দুই প্রান্ত থেকে যখন উঠে এল হিম হিম আর উঞ্চ বায়ু
তুমি কাকে আলিঙ্গনে জড়িয়েছিলে?
মাঝে মাঝে যখন নিজেকেই বোঝনা
তবে অন্যকে না বোঝার দায় নেবে না কেন তুমি?
কোন একদিন এই প্রহরী বেলা যদি না কাটে তোমার
তবে উষ্ণ পরশ খুজে নিও এই বুকে!