স্বাধীনতার ৪২ বছর পরেও দেশ থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল করা সম্ভব হয়নি। এরা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই অবিলম্বে চিহ্নিত যুদ্ধপরাধীদের ফাঁসি দিয়ে দেশকে শত্রুমুক্ত করার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কতিক জোট।
গতকাল ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘চিহ্নিত যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে’ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজাকারদের সক্রিয় রাজনীতির কারণে দেশে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। সহিংস রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। তাই অবিলম্বে চিহ্নিত রাজাকারদের ফাঁসির মাধ্যমে রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বলেছে, চিহ্নিত যুদ্ধপরাধীদের এ দেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের কারণে দেশ কলঙ্কের বোঝা বইছে। অবিলম্বে তাদের ফাঁসি দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, নুরুজ্জামান ভুট্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফাতেমা জামান সাথী, অগ্রণী ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দারসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা।