বিশাল এক জানালা,
যেখান থেকে দেখা যায় তোমার পৃথিবীর এক অংশ
আমি; আর সীমাহীন অপূর্ণতার ফ্রেমে বাধানো
তোমার আমার সুখী সংসার;
আমার স্মৃতিরা বুনছে এখানেই, ছোট্ট এক রুমে।
সময়টা যেন ঠিক রূপকথার মায়াবী রাজকন্যা;
ঘুম ভাঙলেই জানালা দিয়ে এসে চোখে পড়ে
তোমার পৃথিবীর লাল সূর্যের হলুদ আলোকপিন্ড,
চোখ মেললেই মেঝেতে তোমার অস্পষ্ট ছায়া।
তোমার ঘুমন্ত শহরের মধ্যরাতের
এক অকৃত্রিম চাঁদের কয়েক ফোটা জোছনা
আমার জানালা দিয়ে ঢুকে পড়ে,
নিতান্তই কোন কারণ ছাড়া।
অভিমান নয়, অভিশাপ নয়;
শুধুই কিছু অলিখিত গানের লাইন গাওয়া হলো,
লেখা হলো কিছু সুরহীন গান,
বেলা অবেলার সঙ্গী হলো নিঃসঙ্গতা।
স্বপ্নের রঙটা কখনো নীল ছিল না
কিংবা ভালোবাসার রঙটা লাল
দিনশেষে মৃত্যুর মতো অন্ধকার সবকিছু;
কেবল বষন্তের কোন এক মেঘলা বিকেলে
তোমার পৃথিবীতে বন্দী হবার মুহূর্তটাই ছিল রঙিন।