ইদানীং মাঝেমাঝেই ইচ্ছে করে
বাসা থেকে বের হয়ে অনেক দূরে কোথাও চলে যাই
যেখানে মানুষ নেই
যেখান থেকে পুরো আকাশটা পরিষ্কার ভাবে দেখা যায়
ঠিক এরকম একটা জায়গা,
কোন শব্দ নেই
ইট পাথরের কোলাহল নেই
উৎসবের ছায়া নেই
মুখোশের আড়ালে যে বিষ লুকে থাকে তাও নেই,
ঠিক এরকম একটা জায়গা
খুব জোরে একটা চিৎকার
এক চিৎকারে বুকের ভেতরের জমাটবদ্ধ সব যন্ত্রণা
মাতাল হাওয়ায় মিশে যাবে..
মাতাল আকাশটার দিকে তাকিয়ে
মাতালের মতো একটাবার বলবো,
"আমি আরো কিছুটা সময় এই পৃথিবীতে আনন্দ নিয়ে থাকতে চাই..."