জোছনাভরা রাতে ছুটে যাওয়ার অবাধ্য ইচ্ছে
সাত সাগর তের নদীর অপারে তোমার আকাশে
কল্পনার মেঘে মেঘে, দিনের শেষে, মাঝ রাতে-
ঠিক গিয়েছিলাম আমি তোমার শহরে
বিষণ্ণ এক ঈগলের ডানা আকড়ে ধরে
বিষাক্ত এই নগর ছেড়ে বহু দূরে
তুমি দিয়েছিল আমায় ৯ টি শূন্য পাতা।
নীল আকাশের সূর্যটা ডুবে গেলে
কেন তোমার চোখে মেঘ হয়ে এলো?
বুঝতে না নিষিদ্ধ ইচ্ছেটা আমার
ভুল করে পাঠিয়ে দিলে এক ভুলে ভরা জগতে।
সেদিন গভীর রাতে, সেই অরণ্যে
তুমিময় বজ্রপাতে লন্ডভন্ড মস্তিষ্ক,
চেয়েছিল নিষিদ্ধ ইচ্ছে কিছু,
এক জীবনে যা হয় না পাওয়া..
আকাশ থেকে উড়ে এসছিল সারা অরণ্যের পাখি,
গাছের প্রতিটি পাতা সাক্ষী ছিল
আমার নিষিদ্ধ ইচ্ছেটা তুমি নগরের ধুলো ভেবে
তুচ্ছ ওক দমকা হাওয়ায় মিশিয়ে দিলে!