আমি দেখেছি তারে মিশে যেতে
আকাশের নীলে, মেঘেদের আড়ালে
চুপিসারে কোন রেললাইনে বসে
অশ্রু কিছু, বিষাদের রঙে রাঙিয়ে দিলে
বৃষ্টি নামে আমার হৃদয়ের ঝুম বারান্দায়
মাতাল করা উৎসবের পরের ক্লান্তির মতো
ঘুম জড়ানো দুচোখে আমি হারিয়ে যাই
ঘুমহীন এক শহরে, শূন্য আধারে।
ছায়াহীন এই প্রান্তরে জীবনটা মোর বয়েই গেল
তুমিহীনা পথে, তোমার স্মৃতিতে জড়িয়ে
তোমার আদরের ক্ষত বুকে চেপে, নির্বাক পথচলা
তুমি ফিরে এলে না, তবু অপেক্ষা কেন ফুরলো না?
অচেনা এই শহরের মৃত ছায়ায় দাঁড়িয়ে
আমি দেখি দূরের ঐ আকাশটারে
তুমি যেখানে স্বপ্ন হয়ে মেঘের ভাজে
লুকিয়ে থাকো, বিষণ্ণ নীল রঙে।
তোমাদের এই বিষাক্ত নগরে
কিছু পথ খুব সহজে হারিয়ে যায়
মনের পাখি আগুন জ্বালে অভিমানে
কিছু মানুষ সেই পথের পথিক হয়ে
টুপ করে ফুরিয়ে যায়।