অধরা
মন আমার পাখি হয়ে
উড়তে চেয়েছিল তোমারই নীলাকাশে
চেয়েছিল স্পর্শ, তোমারই আকাশের মেঘেদের
কিন্তু তুমি দাও নি, দেখেও যেন দেখো নি তারে
পাখিটা উড়বার আকাঙ্ক্ষায় ডানা ঝাপটাতে যেয়েও পড়ে গেল
তুমি শুনলে না তার আর্তনাদ।
পাখিটা মোর মরেই গেল,
কি যেন কিসের অভিমানে
তোমার আকাশে আজীবন উড়বার স্বপ্নটা তার
রেখে গেল আমারই বুকের ভেতর
অথচ ভালোবাসা অসমাপ্ত আর্তনাদ না হয়ে
একটি শান্ত নদীর মতো হতে পারতো
যেখানে থাকবে একটি নৌকা, আমি আর তুমি
শান্তির পায়রারা উড়ে যাবে,
আমরা চেয়ে রবো অপলক দৃষ্টিতে
আর ভাববো, জীবনটা কি ভীষণ সুন্দর!
যেভাবে বৃষ্টি নামে আকাশ ভেঙ্গে
জীবন যেখানে অসীম আকাশের মতো বিষাদময়
তুমি যখন জোছনার চাদর মুড়িয়ে রয়ে যাও দূরে দূরে, স্বপ্নের মতো!
তখন আমি স্বন্তর্পণে একটি একটি করে খুন করি
হৃদয়ের গহীন অরণ্যে ছড়িয়ে থাকা তুমিহীন যত অনুভূতি
তুমি ছিলে না পাশে, ছিল তোমার প্রতি ভালোবাসা আমার
তারাই আমায় সঙ্গ দিয়েছিল নির্ঘুম রাত গুলোয়
স্বপ্নহীন দুচোখে ভাসিয়েছিল তোমার ছবি
আমি এখন চাইলেই পারি না,
জীবনটাকে একটি সুন্দর বাগানের মতো সাজাতে
এক টুকরো তারাভরা আকাশ নিয়েই আমার বসবাস
একদিন যে আকাশ দেখতে দেখতে বুঝে ফেলেছিলাম,
তুমি কখনো হবে না আমার, রবে কল্পনায় সীমাবদ্ধ
কিছু সাধ, কিছু তৃষ্ণা
চিরকাল অতৃপ্তির সাগরেই ভেসে যায়,
ভীষণ একলা একটুকরো কাঠের মতো
আর কিছু মানুষ আসে স্বপ্নের মতো করে
স্বপ্ন দেখিয়ে তারা চলে যায়,
মোহগ্রস্ত পথিককে সীমাবদ্ধ করে দিয়ে যায় সেই এক স্বপ্নেই
যে স্বপ্ন কিনা চিরকাল স্বপ্নই রয়ে যায়!
তবু কেন এই নির্বাক অপেক্ষা,
কেন এই মিছে আশা? বলতে পারো!
তবু জীবনের এত সৌন্দর্যের ভীরেও
কেন খুঁজে ফিরি শুধু তোমাকেই?
তবু কেন তুমিময় সব চাওয়া পাওয়ার দল আজও রয়ে যায়
মরুভূমির মতো শূন্য হৃদয়ে- হাহাকারের শব্দহীন আর্তনাদের মতো?
আর আমি কিনা সব জেনেও রয়ে যায় অপেক্ষায়!
যদি কোনদিন,
হয়তো এমনই কোনদিন যখন
তোমার জীবনে আমি আর থাকবো না
কিংবা আমার জীবনে তুমি!
চিরকাল পাশে থাকার মতো কেউ আমি হতে পারিনি
নাকি হতে দাও নি?
থাকি বা নাই থাকি তোমারই জানালার ধারে,
যদি কোনদিন আমার ভালোবাসা স্পর্শ করে তোমায়
নীলপদ্ম গুলো যত্ন করে রেখে দিও
আমার আনন্দ কোলাহলের দরকার নেই
এভাবেই আকাশ সমান অভিমান বুকে নিয়ে হেটে যাবো
তুমিই স্বপ্ন, তুমিই জোছনা, তুমিই জীবনের ধূসর মায়া
এক জীবিনের সবটুকু ভালোবাসা তোমায় দিলাম!
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন