রূপ নারানের কূলে যতবার জেগে উঠি
এক একজন রবীন্দ্রনাথ এসে বলেন,
‘এ জীবন স্বপ্ন নয়’
হ্যা, জীবন তো স্বপ্ন নয়
আবার স্বপ্নহীন জীবনতো নয়
বাস্তবতার আঘাতে জর্জরিত স্বপ্ন
বার বার ভাঙ্গে কাচের পাত্রের মতো।
তারপরও মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে
কঠিন সত্যেরে ভালোবেসে প্রতারণাহীন উৎসে।
স্বপ্ন দেখে বলেই মানুষ চাঁদে যায়
মঙ্গলে আবাস গড়ার লক্ষ্যে এগিয়ে যায়
ভাঙ্গা গড়ার স্বপ্নে মাতে।
আঘাতে আঘাতে বেদনায় বেদনায় যে সত্য
সে সত্যেরে ভালোবেসে ও কি বঞ্চনা থেকে মুক্ত !
প্রতিটা স্বপ্নের শুরুতেই ভাঙ্গা এবং গড়ার সংশয়
সংশয় আর নিষ্ঠার সাথে সাফল্য হয় যুক্ত
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১