
বাতাস নিয়েছে মেখে টিয়ারের ধোঁয়া
রাস্তার বুকে ধায় সাজোয়া যান
ভেঙ্গে গুড়ো হয়ে থাকা কাঁচের টুকরো
ডেকে বলে আমাদের মাড়িয়ে যান
পুলিশেরা লাইন তুলে বানায় দেয়াল
হেলমেটে রোদ পরে মুচকি হাসে
আতঙ্ক বুকে চেপে ছুটে চলা লোকজন
যার যার কাজে যায় রিকশায়-বাস

রাস্তায় পুড়ে যাওয়া একটি গাড়ি
ভুত যেন সেজে আছে কালিঝুলি মেখে
গলে গেছে টায়ার তার নগ্ন চাঁকা
দাঁত কেলিয়ে হাসে আমাদের দেখে
সারি সারি দালানের ব্যাস্ত শহর
মানুষে মানুষে তার নেই কোন মিল
রণক্ষেত্র হয়ে উঠে মাঝ মাঝে
থমকে অচল হয় ব্যাস্ত মতিঝিল
২৮-০১-২০১৩