একটু আগে প্রগ্রামটি শেষ হয়ে গেল।
বির্তকের হাইলাইট
ইতিমধ্যেই প্রগ্রাম শুরু হয়েছে গেছে। তৌফিক ইমরোজন খালিদী সবাইকে স্বাগত জানিয়েছেন। প্রার্থীরা বসেছেন তার চারপাশে। কিছুক্ষণ পরেই শুরু হবে প্রশ্নবান। উত্তরের ফুলঝুরি। বির্তক। প্রার্থীদের সাথে দর্শক ও ভোটারদের মুখোমুখি এক যুদ্ধ। নিশ্চিত ভাবেই উত্তেজিত শামীম ওসমাল ও আইভির সর্মথকরা। এই দুইজনেই এই নির্বাচনে জনগণের ফোকাসে আছেন। সঞ্চালক প্রাথমিক কিছু তথ্য ইতিমধ্যেই জানিয়েছেন। তার মধ্যে ব্যাক্তিগত আয়ের উৎস অন্যতম।
প্রার্থীরা সংক্ষেপে তাদের পরিচয় ও স্থানীয় এলাকাতে তাদের কাজের বয়ান দিচ্ছেন। সর্বশেষ নিজের পরিচয় এবং যে সকল কাজ তিনি করেছেন সেগুলো সংক্ষেপে উল্লেখ করলেন ড. সেলিনা হায়াৎ আইভি। তার আগে বলেছেন শামীম ওসমান। তিনি বেশি ফলাও করে নিজের আবদানের কথা উল্লেখ করলেন
ইতিমধ্যেই প্রথম প্রশ্ন করা হয়ে গেছে। প্রথম প্রশ্নটি ছিল নারায়ণগঞ্জ বাসীর বহুদিনের দাবী পার্ক সম্পকিত।
০১. নারায়ণগঞ্জের পার্ক তৈরীর বিষয়ে কে কি ভাবছেন?
তৈমুর সাহেব বলেলন - তিনি এমন ভাবে পার্ক তৈরি করবেন যেনো সব বয়সীদের জন্য মানানসই।
শামীম ওসমান -তিনি নদীর পাশে একটা আন্তর্জাতিক মানের এমিউজমেন্ট পার্ক তৈরী করবেন।
আইভ বললেন - আমি অলরেডি একটা পার্কের কাজ উদ্বোধন করে এসেছি। এছাড়া শিশুদের জন্য একটা পার্ক করার উদ্যোগ আমি নেবো।
০২. কেন তারা (শামীম ও আইভি) এই নির্বাচনে দলিয় সর্মথন কে এত গুরুত্ব দিলেনৱ, যদিও এই র্নিবাচন স্থানিয় নির্বাচন?
শামীম ওসমান - তিনি এই ব্যাপারে বিরোধীদলিয় নেত্রি খালেদা জিয়াকে দায়ী করলেন। কারণ তিনি নাকি প্রথম বিএনপির প্রার্থীর মননায়ন দিয়ে এটা শুরু করছেন।
আইভি - স্থানিয় র্নিবাচনে এটি জরুরী না। আমার বড় ভাই শামীম ওসমান এই বিষয়ে চেষ্টা-তৎপরতা বেশি করেছেন।
৩. তৈমুর সাহেব কে একজন তার দূনীতি ও এ সংক্রান্ত মামলার বিষয়ে প্রশ্ন করলে।
তৈমুর সাহেব (কিছুটা উত্তেজিত) - দূনীতির মামলায় সরকারী দল, বিরোধী দলের এমপি, মন্ত্রীসহ আরো অনেকেই অভিযুক্ত। (ব্যাপারটা এমন মনে হলো, তিনি একা না, তার সাথে অনেকেই আছেন। হা হা হা। - আমার মন্তব্য)
সব প্রশ্ন উল্লেখ করা যাচ্ছে না। তবে গুরুত্বপূণগুলো উল্লেখ করছি।
একটি প্রশ্ন ছিল - প্রার্থীদের সাধারণ অবস্থা হলো, তারা নির্বাচিত হলে প্রতিশ্রুতি ভুলে যান। নসিকের নির্বাচনেও কি এমনটা হবে না কি?
উত্তর মোটামুটি সবারই এক - তার এমন কিছু করবেন না। প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। সৎ থাকবেন। (সবাই ভালো হয়ে যাবেন আর কি।)
প্রশ্ন - নারায়ণগঞ্জের শিশুদের মানষিক ও শারীরিক বিকাশে এ্যাকাডেমি, শিশুপার্ক সহ ইত্যাদি স্থপনা নির্মান ও পরিচালনার বিষয় প্রার্থীর পরিকল্প না কি?
এই প্রশ্নের উত্তরে সবাই ইতিবাচক। তার তাদের বিভিন্ন পরিল্পনার কি অংশগুলো উল্লেখ করেছেন। এর মধ্যে শিশু এ্যাকাডেমির ভবন র্নিমাণ করবেন। এবং এ ধরণের প্রতিষ্ঠান গড়ে তুলবে। (কোন ভুল করবেন না বলে মনে হলো।)
প্রশ্ন - নারায়ণগঞ্জের নদী শীতলক্ষ্যা মৃত প্রায়। এর পানি কালো হয়ে দূঘন্ধযুক্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা কি?
আইভি - এর জন্য সরকারী বেসরকারী যৌথ উদ্যগ নিতে হবে। এর জন্য আমি নারায়ণগঞ্জ বাসীকে সঙ্গে নিয়ে সকল ধরনের প্রচেষ্ঠা করবো।
ভূমিকা
ঘনিয়ে এসেছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন। ডেড লাইন ৩০ শে অক্টোবর। প্রার্থী ৬জন। মাঠে-ময়দানের পাশাপাশি প্রার্থী যুদ্ধে অবর্তিণ হয়েছেন মিডিয়া-টিভিতে। আজকে ২৫ শে অক্টোবর প্রার্থীরা বাগযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন নারায়গঞ্জ ক্লাব চত্বরে। বির্তক শুরু হবে রাত ৮টায়। মঞ্চ প্রস্তুত। সঞ্চালকের ভূমিকায় আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। এ মুহূর্তে সাউন্ড, লাইট, বিদ্যুৎ ব্যবস্থা সন্তোষজনক। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। বাইরে উৎসুক জনতা। তবে এই উৎসুকযতা কেবল এই বিতর্ক নিয়ে নয়, সমগ্র নারায়নগঞ্জ এখন নির্বাচনী হাওয়ায় উত্তাল। পোস্টারে ছেয়ে গেছে নগরী বললে ভুল হবে। বলতে হবে পোস্টারে নিচে চাপা পড়েছে নারায়নগঞ্জ। প্রতিটা পোস্টার পলিথিনে মোড়ানো। বৃষ্টি ও রোদের হাত থেকে রক্ষা করতে এই অভিনব পদ্ধতি।
প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি
সেলিনা হায়াৎ আইভী: নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি আইভী এর আগে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। সাত বছর এ দায়িত্ব পালন করেন তিনি। নিজের দল আওয়ামী লীগের সমর্থন না পেলেও নির্বাচনী লড়াই থেকে পিছু হটেননি পেশায় চিকিৎসক আইভী। আইভীর বাবা আলী আহম্মদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আইভীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।
শামীম ওসমান: নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্য শামীম ওসমান ১৯৯৬-২০০১ মেয়াদে সংসদ সদস্য ছিলেন। প্রার্থিতার ক্ষেত্রে দলের সমর্থনও পেয়েছেন তিনি। এলএলবি ডিগ্রিধারী শামীম নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পেশা উল্লেখ করেছেন ব্যবসা। শামীমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। শামীমের দাদা খান সাহেব ওসমান আলী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। তার বাবা এ কে এম শামসুজ্জোহা সংসদ সদস্য ছিলেন। শামীমের বড় ভাই নাসিম ওসমান বর্তমানে জাতীয় পার্টির সংসদ সদস্য। তার আরেক ভাই সেলিম ওসমান ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি।
তৈমুর আলম খন্দকার: সরকারি দলের দুজন হলেও প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী হিসেবে তৈমুর আলম খন্দকার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলএলবি ডিগ্রিধারী ৫৮ বছর বয়সি তৈমুর জেলা বিএনপির সভাপতি। তার দল ক্ষমতায় থাকার সময় বিআরটিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তৈমুরের বিরুদ্ধে মামলা রয়েছে বেশ কয়েকটি।
আতিকুর রহমান নান্নু মুন্সী: ইসলামী আন্দোলনের নেতা আতিকুর রহমান নান্নু মুন্সী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৫৩ বছর বয়সি এ প্রার্থীর পেশা ব্যবসা। নান্নু মুন্সীর বিরুদ্ধে বর্তমানে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে।
আতিকুল ইসলাম জীবন : তরুণ ব্যবসায়ী আতিকুল ইসলাম জীবন মেয়র পদে প্রার্থীদের মধ্যে সবচেয়ে কমবয়সি তিনি, তার বয়স ২৭ বছর। আতিকুলের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন আতিকুল।
শরীফ মোহাম্মদ: নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ছকে ‘অক্ষরজ্ঞান’সম্পন্ন লিখেছেন শরীফ মোহাম্মদ। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন ৫১ বছর বয়সি এ ব্যক্তি। একটি ফৌজদারি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
ইভিএমের প্রথম ব্যবহার
দেশে প্রথম নারায়ণগঞ্জে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে। সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে নয়টিতে বুয়েট প্রকৌশলীদের উদ্ভাবিত ইভিএম ব্যবহার হচ্ছে। এর আগে গত বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়েছিলো। এর আগে ভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, ক্ষমতাসীন দলসহ অন্তত ৩০টি রাজনৈতিক দল স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে মত জানিয়েছিলো। ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৩৮টি হলেও বিএনপি এবং এর মিত্র দলগুলো ইভিএম নিয়ে সংলাপে যায়নি। তবে জনগণের মতামত হলো ইভিএম যেহেতু নতুন একটি পদ্ধতি, তাই এটিকে সহজ ভাবে ব্যাবহারের জন্য যে পদক্ষেপ-প্রশিক্ষণ প্রয়োজন ছিল, তা যথাযথ ভাবে হয় নি। বিশেষ করে অক্ষরজ্ঞনহীন ভোটারদের জন্য এটি অসুবিধাজন হতে পারে।
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডের মোট ৫৮ কেন্দ্রের ৪৫০টি বুথে একটি করে ইভিএম থাকছে। এসব ওয়ার্ডে ভোটার রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬২৯ জন।
বিতর্কের দর্শক
প্রায় ১৫ লাখ মানুষের নারায়ণগঞ্জ শহরে ভোটার রয়েছে ৪ লাখের বেশি। ভোটযুদ্ধের আগে মঙ্গলবার রাতে বিতর্কে বসছেন মেয়র পদের ছয় প্রার্থী। বিতর্ক অনুষ্ঠানে আগ্রহী ভোটারদের মধ্য থেকে ১৫০ জনকে আমন্ত্রিত হয়ে এসেছেন এ বিতর্ক অনুষ্ঠানে। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর একজন সিনিয়র সম্পাদক এর নেতৃত্বে একটি দল তাদের বাছাই করেছেন।