
এই ছবিটা ২০০০ সালে কক্সবাজারে তোলা।
একটি একটি বৃষ্টি ফোঁটার মত কখন যে ১২ টি বছর কেটে গেল, টেরই পেলাম না। এই ১২ বছরে মিশে ছিল কত হাসি-কান্না, আনন্দ-বেদনা, মান-অভিমান। এরই মাঝেই তো বেঁচে থাকা, একটু সূখ খোঁজা।
আমার বিশ্বাস, আমি সেই সূখ খুঁজে পেয়েছি। মনে হয় এইতো সেদিন আমরা বিয়ে করলাম। আসলে মানুষ সবসময় যদি আনন্দের মধ্যে থাকে, তাহলে সময় যে কোনখান থেকে কখন চলে যায় তা টেরই পাওয়া যায় না।
বিয়ের পরপরই আমরা দুজনে ঘুড়ে বেড়াবার উচ্ছাসে মেতে রইলাম। কারন আমাদের বাবু আসলে তো আর তেমন ঘোরাফেরা করা যাবে না। তাই প্রথম ৩ টি বছর বিভিন্ন যায়গায় ঘুড়ে বেড়ালাম। ঢাকা,চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, কুয়াকাটা আরো কতো যায়গায়। কুয়াকাটা তো আমার স্ত্রীকে নিয়ে ৬ বার গিয়েছি।
২০০২ সালে আমাদের প্রথম বাবু আসলো। বাবা হওয়ার কি যে অনুভুতি, তা কেবল মাত্র যে বাবা হয়েছে, সে ই জানে।
বর্তমানে আমি ২ সন্তানের জনক। বড়টি মেয়ে, ক্লাশ থ্রীতে পড়ে। ছোটটা ছেলে, ওর বয়স ২ বছর ৫ মাস। আমাদের কত যে আনন্দ। সারাদিন বাবুদের নিয়ে দুষ্টামি।
আমি খুব সূখেই আছি।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এই ছবিটা ২০১১ সালে তোলা।

এই ছবিটা ২০১১ সালে তোলা।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০৪