অনেক অনেক দিন আগে একটা বড় গাছ ছিলো।
ছোট বালকটি গাছটিকে অনেক ভালবাসতো, সে খেলা করে বেরাত সব সময় গাছটির সাথে।
বালকটি গাছের মগডালে উঠে।
আপেল খায়
গাছের নিচে বিশ্রম নেয়।
বালকটি গাছটিকে ভালবাসে, গাছটিও অনেক সুখি হয়।
একদিন বালকটি গাছের নিকট আসল। গাছ বলল এসো আমার সাথে খেলা কর।
সময় চলে যায়, বালকটি বড় হতে থাকে।
বালকটি আর ছোট নেই, সে আর গাছের সাথে খেলে না। তার খেলনা দরকার। টাকা লাগবে
গাছ বলে আমার টাকা নেই, তুমি আমার ফল গুলো বিক্রি করে টাকা দিয়ে খেলনা কিন। বালক তো মহা আনন্দিত, সে গাছের সবগুলো ফল পেরে নিয়ে যায় টাকা জোগার করতে।
ফল পেরে নিয়ে যাবার পর বালক আর গাছের নিকট আসে না। গাছের মন খারাপ হয়।
অনেকদিন পর বালকটি জখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন গাছের নিকট আসে একদিন। গাছ বলে, কতদিন পরে এলে, আমার সাথে খেলা কর একটু।
ছেলেতি গাছকে বলে আমার এখন খেলা করার সময় নেই। আমি অনেক ব্যাস্ত।
আমার পরিবারের জন্য বাড়ি দরকার, তুমি কি আমাকে সাহায্য করতে পার?
গাছ বলে তুমি আমার কিছু ডাল কেটে নিয়ে বাড়ি বানাতে পার।
ছেলেটি সবগুলো ডাল কেটে নিয়ে খুশি মনে চলে গেলো
গাছটি অনেক সুখ অনুভব করলো ছেলেটিকে খুশি দেখে। কিন্তু সে ছেলে আর ফেরত এল না, গাছটি আবারও একাকি অনুভব করতে লাগলো।
কোন এক গরমে সেই ছেলে ফিরে এল একদিন। গাছটি তাকে দেখে খুব খুশি হয়ে উঠল। বলল কতদিন পরে এলে আমার সাথে একটু খেল।
ছেলেটি বলল আমার বয়স হচ্ছে, আমার বিশ্রামের জন্য একটি পালতোলা নৌকা দরকার, গাছটিকে বলল, তুমি কি আমাকে একটা নৌকা দিতে পার?
গাছটি বলল তুমি আমার দেহকান্ড দিয়ে একটি নৌকা তৈরি করতে পারো।
ছেলেটি খুশি মনে পুরো গাছটি কেটে নিয়ে গেল এবং নৌকা তৈরি করল। অনেক দিনের জন্য সে পারি জমালো।
অনেক অনেক বছর পরে লোকটি গাছের নিকট ফিরে আসলো। গাছটি তাকে বলল, বালক আমার কাছে আর কিছুই নেই তোমাকে দেবার মত।
লোকটি বলল আমার আর দাত নেই তোমার ফল খাওয়ার জন্য।
গাছটি বলল আমার কোন দেহকান্ডও অবশিস্ট নেই যা তুমি বাইতে পারবে।
আমার আর অবশিষ্ট বলতে কিছুই নেই, গাছটি বলল। লোকটি বলল আমার তেমন কিছু দরকারও নেই। আমি খুবই ক্লান্ত।
গাছটি বলল আমার পুরানো মুল তোমার বিশ্রামের জন্য উত্তম হবে। তুমি আমার উপরে বস এবং বিশ্রাম নাও।
লোকটি গাছের গুরির উপর বসল, গাছটি তখন আনন্দে চোখের পানি পরতে লাগল।
Everybody has an apple tree in his life. And its your Parents !!!
তুমি যত ব্যাস্ত আর যত বড়ই হও না কেন, মা বাবার সাথে কিছু সময় শেয়ার করো দয়া করে।