শিক্ষকের অপমানে অরিত্রি অধিকারী আত্মহত্যা করেছে। এরচেয়ে ভয়াবহ সংবাদ আমার সাংবাদিকতার জীবনে দেখিনি। দেখতেও চাই না। বাংলাদেশ অমানবিকতার চরম নিষ্ঠুরতম সময় পার করতেছে। কতদিনে এই ক্রান্তিয় রেখা অতিক্রম করবে তা অজ্ঞাত। আশা করি দ্রুত এইসব অন্ধকার শেষ হওয়া উচিত। ধর্মের নামে ভন্ডামি-রাজনৈতিক বিদ্বেষ-বাক স্বাধীনতা হরণ আর ভিন্নমতাবলম্বীদের গুম-খুন হতে হতে সেন্টিমেন্টাল এ্যাটাকে এসে পৌঁছল। এখন অমানবিকতা দেখতে না পেরে মানুষ নিজেকে ধ্বংস করছে।
আপনি কখন বুঝবেন সমাজটা নষ্ট হয়ে গেছে? যখন দেখবেন জ্ঞানীরা বোবা ও মুর্খরা কথা বলছে। জ্ঞানের শক্তির চেয়ে পেশী শক্তি বেশি ব্যবহার হচ্ছে। একটি সমাজ চালায় কবি, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক ও আইনজীবী। এদেরকে সৎ হতে হয়। এই পাঁজ শ্রেণীর লোক যখন বিপথে যায় তখন সেই সমাজ থেকে কিছু আশা করা যায় না। বাংলাদেশেও তার ব্যত্যয় ঘটছে না। আগের দিনে:
মেধাবীরা হতেন কবি
মেধাবীরা হতেন সাংবাদিক
মেধাবীরা হতেন শিক্ষক
মেধাবীরা হতেন বুদ্ধিজীবী
মেধাবীরা হতেন আইনজীবী
আর বর্তমানে
ধুরন্ধররা হন কবি
মূর্খ ও ধান্ধাবাজ-চাঁদাবাজরা হন সাংবাদিক
ব্যাসায়ীরা হন শিক্ষক
বেশ্যারা হন বুদ্ধিজীবী
ঠকবাজরা হন আইনজীবী
তাহলে এই সমাজ দিয়ে তো আপনি বেশি কিছু আশা করতে পারেন না। যে প্রসঙ্গে ছিলাম, অরিত্রী আত্মহত্যার একটি সুষ্ঠ বিচার আমরা পাব আশা করি। সারাবাংলায় যেভাবে এই হত্যাকান্ড নিয়ে আলোচনা হচ্ছে তাতে নি:সন্দেহে সরকার ব্যবস্থা চাপে রয়েছে। সুষ্ঠ বিচার হোক এটাই চাই।
এবার একটু ভিন্নভাবে ভাবুন। শিক্ষকদের অপমানে অরিত্রির মৃত্যুর বিচার করতে গিয়ে কি ডামাডোল পিটিয়ে নকলকে প্রশ্রয় দিচ্ছি না? অরিত্রি নকল করেছে। যা শিক্ষাব্যবস্থার পরিপন্থি। অপরাদ সে অপরাধই। অপরাধ করে কেউ আত্মহত্যা করলে সে দায় কার? শিক্ষকের কাজ অবাধ্য মিমুদের নানান ফন্দি ফিকির করে লাইনে নিয়ে আসা। তাতে কেউ ব্যর্থ হলে সে ব্যর্থ শিক্ষক। ব্যর্থ না হলে সফল। তাই বলেতো চেষ্টার পথ বন্ধ করে দেওয়া যাবে না। বাংলাদেশে এই নকল ঠেকাতে গিয়ে প্রত্যেক পরিক্ষায় অগনিত শিক্ষক ছাত্রলীগ-ছাত্রদল-এমপির সন্তান-প্রভাবশালীর হাকে মার খায়। অপমানিত হয়। সে সবের কি বিচার হয়েছে? শিক্ষক লাঞ্ছনার দায়ে আটকের পর বিচার হয়েছে কোন ছাত্রের? সেই নালিশ কারও কাছে করেছে শিক্ষকরা? তারা জানেন এমন অভিযোগ প্রকাশ পেলে তার ইজ্জত যাবে। আর বিচারতো পাবেনই না। উল্টো চাবকরী যেতে পারে।
অরিত্রি অধিকারীর মৃত্যুর ঘটনায় শিক্ষকদের কি বিচার হয় জানি না তবে যদি কোন বিচার হয় তাহলে দেশের আর কোন শিক্ষক নকলবাজদের/আইন অমান্যকারীদের ধরবে বলে মনে হয় না। ওদিকে নকল ধরতে গিয়ে যদি লাঞ্ছিত হয়ে কোন শিক্ষক আত্মহত্যা করলে তখন কি করবেন?
আসুন নিয়মের মধ্যে থাকি। নিয়ম আজীবন নিয়মই। তার অমান্যকারীদের আবেগে কারও বিরুদ্ধে হত্যার অভিযোগ আনাটা কতটা যুক্তির সেটা ভাবুন।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯