ঘুমকুটির
সৈয়দ আফসার
মনে করো, শীতের এই লম্বা রাইতে
নিঃশব্দে তোমার ঘুমটারে দুই হাতে
নিয়া ধইরা আছি। কিন্তু ঘুম আমাকে
প্রেমের মত দেয় নি ধরা তবুও চোখে
ঘুম তোমার যখন-তখন চইলা আসে!
ফেরানোর সাধ্য নাই ঐ পরম স্পর্শে...
হাড়ে, বিরহ কী ধরে? চোখ টলোমল ঘুমে
লুপ্ত বাসনা যত দাঁড়াইয়া ছিল বিরহীকামে
একে একে কুড়াইয়া তুলি লটকানো মনে
শোয়াইয়া রাখছ আমায়—উকিলের গানে
এ-শীতে না-দেখা জ্যোৎস্নারাত্রির ধিক্কারে
ভোরে, হাত-পা ছড়ায়ে দিয়াছি ঘুমকুটিরে
_________________________
পাঁচ ফেব্রুয়ারি, দুইহাজার আঠারো
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১৯