মানুষের যখন মাথা ঠিক থাকে, তখন মানবদেহের বাকী সব অংগ-প্রতংগ গুলি ঠিক-ঠাক মতোই কাজ করে, কিন্ত যখন মাথায় গন্ডগোল দেখা দেয়, তখন মানবদেহের বাকী সব অংগ-প্রতংগগুলি, ঠিক থাকার পরও কোনটাই আর ঠিকঠাক মতো কাজ করে না । তখন পাগলের খাবার খায় কুকুরে, আর কুকুরের খাবার খায় পাগলে !
ঠিক তেমনি একটি দেশের সরকারেরও অনেকগুলি অংগপ্রতংগ থাকে এবং সেই সাথে থাকে, তার একটি মহামূল্যবান মাথা , যাকে আমরা বলি 'হেড অফিস' । সরকারের এই 'হেড অফিস' ঠিক থাকলে, সরকারের অন্যান্য অংগ-প্রতংগগুলি ঠিক-ঠাক মতোই সার্ভিস দিয়ে থাকে । কিন্ত যেইনা 'হেড অফিস' রংহেডেড হওয়া শুরু করে, আর অমনি সরকারের বাকী সব অংগ-প্রতংগগুলিতেও তার প্রতিধ্বনি শুরু হয়ে যায় । সরকারের সর্বঅংগের প্রতিধ্বনিগুলি আবার 'হেড অফিসে' পূন:প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, যা তখন হেডঅফিসকে পুরোপুরি বোধশক্তিহীন ও অকার্যকর করে ফেলে । আর তখনই 'হেডঅফিস' মানুষ-কুকুরের মাঝের পার্থক্য ভূলে গিয়ে, কুকুরকে মানুষ মনে করে কাছে টেনে নেয় এবং মানুষকে কুকুর মনে করে দূরে ঠেলে দেয় । কিন্ত কুকুর যখন কামড়ে ধরে, গায়ের মাংস ছিড়া শুরু করে, তখনই হেড অফিসে টনক নড়ে কিন্ত ততক্ষনে জ্বলান্তংকে আক্রান্ত হয়ে, তৃষ্ণায় ছটফট করা ছাড়া আর কিছুই করার থাকে না ।