শুধু স্বপ্ন নিও না কেড়ে,
স্বপ্ন দেখাও দিও না ছেড়ে।
অামার অনেক কিছুই নেই,
হয়তো তোমার চোখেও নেই,
অামি নইও তেমন কিছুই
অামার নেইও তেমন কিছুই।
তবু তমার চোখে তোমার জন্যে
ঈর্ষা রয়েছে জমা।
অনেক কিছুই তোমার রয়েছে নাকি
যেটা নাকি তমার কাছেও নেই
অাকাশটা নাকি তোমার চোখেই ধরা
তোমার কাছেই বাকিটা অাকাশ ভীষণ পড়েছে ধরা,
মিট মিট মিট তারার জ্বলা নেভা-
অাকাশটা নাকি যৌবনবতী সেই রহস্যে ঘেরা।
দিনের অালোয় সূর্যও নাকি অাসে,
তারাও হাসে চাঁদ হাসে অার রঙিন হাসির মেলা।
অাসলে তো বলো সবটাই ফাঁকি,
ফাঁকিরই তো অালোচনা,
তারারা তো বলো মিট মিট মিট
লুকায় নিজেকে ভালো,
অাঁড়াল করে তো কত!
চাঁদের মতো কলঙ্কময় কে অাছে?
অাগুনে পোড়ানো ছাড়া সূর্যের বলো
কাজ কোনো কি অাছে?
সবটাই তাই ফাঁকি।
মরছ তো তুমি নিজেরই জ্বালায়
অার লোকে বলে-"বেশ অাছ।"