কেমন ভাবে বেঁচে আছি, বেঁচে থাকার মতো?
বাঁচতে গিয়ে বাছতে গিয়ে অনাথ হলাম কতো।
হাত ধরেছি ডুবতে গিয়ে ভাসব ব’লে এবার,
অন্ধকার কালো-রাত্রি, দুঃখ হবে সাবাড়।
ডুবেই গেলাম দেখো দেখি হাত ধরেছিই ব’লে।
আমায় পুরো ডুবিয়ে দিয়ে তুমি গেলে চলে।
আয়না আমি দেখিনি কতো দিন হলো যে পার,
তোমার চোখের আয়নাতে দেখি বিশ্ব একাকার,
একাই আছি একাই ছিলাম একাতেই সব সুর
হারিয়ে গেল চেনা-পথ সেই দিগন্তে বহুদূর।
তোমার সাথে হাঁটব বলে পা ফেলেছি পথে
পথ আছে আর আমিও আছি হাঁটছি পথে বটে।