বসন্ত এসেছে দেখ বৃষ্টির বাতাসে।
বাদল হাওয়ার তালে তালে
দেখ গাছেরা নাচছে পাতার নুপুর পরে।
তোমার বলছ মন খারাপ?
মন খারাপের কী হয়েছে?
এত কাফনে তোমার মনে
সাদা রঙের বরফ?
সাদার নীচে কাদা,
যেমন আলোর নীচে কালো?
দূর মন খারাপ করে নাকি কেউ?
একটুও না।
তোমার মনে নেই এই সেদিনের কথা,
বাংলার দামাল ছেলেরা
মায়ের চোখের জল মোছাতে
নিজের হাসি পণ ক'রে
হাসতে হাসতে জীবন দিল।
তাইতো আমরা হাসতে পারছি,
হাসব চিরকাল।
তোমার চোখে জল কেন?
তুমি বিজ্ঞানের নিয়ম জান না?
জল যদি বরফ হয়
তবেই তার ব্যাপ্তি,
সুপ্তির সেই নেশা কাটিয়ে
বরফেরও হতে পারে ছুরি।
সে ছুরিতে মানুষ খুন ক'র না
কিন্তু করতে পারো কঠিন অস্ত্রের মোকাবিলা।
অশ্রুকে তাই লুকিয়ে ফেল,
কিন্তু শুকিয়ে ফেল না ;
অশ্রু জমে বরফ হোক।
তোমার মন খারাপ?
তার মানে তুমি কাঁদছ,
তার মানে তুমি হেরে যাচ্ছ।
কি যে ভাব তুমি,
আমরা কখনো হেরেছি নাকি?
আমরা কখনো হারতে পারি !
হাতে হাত রেখে বন্ধুকে পাশে,
জীবনের গানে হারিয়ে দিয়েছি বন্দুকে।
আগলিয়ে রেখে গর্ভের গান
বিলিয়ে দিয়েছি আমার এই প্রাণ,
হয়েছি জননী সেই সেবারেও,
এবারেও আমি।
দেখ বর্ষার বাতাসে বসন্ত এসেছে,
এত রক্তেও তাই দেখ বিজয়ের মালা,
ভালোবাসার কাছে, মানুষের কাছে,
হেরে যাচ্ছে হত্যার তাণ্ডবলীলা।
চোখের জল জমে যে বরফ,
সেই প্রতিবাদ জমে প্রতিরাধ,
প্রতিরাধে প্রীতিবোধ।
কে জিতেছে বলো তাহলে ?
বর্ষার অজস্র ধারায় তাই মুকুলিত বসন্ত।