বলতো কতটা স্বপ্নের রঙ দামি ?
বলতো কতটা চেতনার রঙে ঘৃণা ?
আমার কপালে বুলেটের রঙে লাল,
এসব খবর তুমি কিছু রাখলে না।
জিহাদের রঙে উড়ে এসে জুড়ে বসে
বিবর্ণ যত নরক প্রেতাত্মারা,
তুমি ভাবো শুধু জিহাদের রঙ লাল,
জিহাদ পিছোয় ভয় পেয়ে একসারা
ভালোবাসা দেখ তিনজনে হাতধরা।
তোমার জিহাদে গুলি ভরা বন্দুক,
তোমার জিহাদে অস্ত্রের ঝনঝন,
মায়ের জিহাদ চেয়ে দেখ একবার-
আঁকড়েছে তাঁর গর্ভের সন্তান।
জিহাদ ছিলোতো পাশে এসে হাত ধ’রে
মুছিয়েই দেব দারিদ্র্য আর ক্লেশ,
সকলের পিছে না থেকে একশোবার
এগিয়েই দেব আমার সোনার দেশ।
তবে বলো তুমি জয় হল আজ কার?
চেয়ে দেখ আজ স্বপ্নের কোন রঙ?
ভয়ার্ত যত স্বপ্নেরা পিছু হটে,
বিবর্ণ যত রক্তেরা পিছু টান।
হাত ধ’রে দেখ বন্ধুরা আজ জয়ী
চেতনায় আজ মনুষত্ব-গান,
মারলেও তবু মরবো না কিছুতেই
প্রতিবাদ দিয়ে প্রতিরোধ করে যাব
থাকবেই বেঁচে ভালোবাসার গান।