আমার বাড়ি সকাল ক'রে এসো,
আমার না হয় রাত্রি শেষের গাড়ি ;
যখন তোমার ঘুম ভাঙাবে
সকাল বেলার পাখি ,
আমার তখন গাড়ি ধরার
তুমুল হুড়োহুড়ি ৷
তোমার জন্য রাত জেগেছি,
রাতের পরে রাত ৷
তুমিও তেমনি উঠেছ অনেক ভোরে,
আমার জন্য ছুঁয়েছ তুমি
ভোরের বেলার হাত ৷
তোমার জন্যে তান বেধেছি
রাগ ছুঁয়েছি সুরে,
আমায় দিতে কৌতুহলের রাখী,
অনুরাগেই গিয়েছ অনেক সরে ৷
বলেছিলে অনেক কথা রয়েছে তোমার বাকী,
একটু যদি সময় করতে পারি,
বলেছিলে আসতে পারো বাড়ি ৷
হঠাৎ করে এলো যখন চিঠি,
সময় চাওয়া হল অনেক দায়,
সময় পাওয়া যায় নাকো আর মোটে,
সময় ঘড়ি ছোটে স্রোতের প্রায় ৷
কথা আমি যাচ্ছি দিয়ে বটে,
কিছু কথা আমারও আছে বাকী,
কিছু কথা কথার কথা শুধু,
কিছু কথা মিথ্যে হলেও খাঁটি ৷
তোমার বলা বাকী কথা যত-
শোনার আমার ইচ্ছে আছে খুব,
শুনতে আমি আসব জেনো ফিরে
সময় ধারায় একটু দিয়ে ডুব ৷
স্বপন জলে ঘুমটি সেরে উঠে
পলক মেলেই দেখতে তোমায় চাই ৷
আলোক রাঙা পালক ভাঙা পাখি
তোমার কোলেই কূল হারাতে চায়।