জীবনের কিছু কিছু দিন আসে,
রাতও তার কাছে হার মানে,
কত অন্ধকার!
কিছু রাত তো এমন অনন্ত,
যন্ত্রণাও তার কাছে মাথা নত করে |
কখনো কখনো তুমি এমন হাসি হাসো ,
যার জ্বালা সাপের বিষের চেয়ে
কিছু কম নয়|
ধুকতে ধুকতে মৃত্যুর কাছে
নিজেকে তুলে দেওয়া ছাড়া
করণীয় কিছু কি আছে?
ছাদের কড়ি কাঠ থেকে যে দড়িটা ঝুলছে
তাকেই মনে হয় পারানির কড়ি |
বৃষ্টির সেই দিনটা খালি মনে পড়ে,
হাজার বৃষ্টি ধারাতেও আমি তৃষ্ণার্ত |
কে মুছাত সেই ভিজে যাওয়া ?
আকণ্ঠ পিপাসার জল কেউ তো
দেয় নি আমার কণ্ঠ ভ'রে, তুমি ছাড়া |
সব প্রতিদান কি কৃতজ্ঞতার পাত্রে
ভ'রে দেওয়া যায়?
তুমি তো আমাকে কৃতজ্ঞ হতে শেখাও নি,
ভালোবাসতে শিখিয়েছ |
ওগো তুমি শুধু ভালো থেকো |