খুব সম্ভবত এক মেঘলা দুপুরে
আমার মৃত্যু হবে।
আকাশে তখন গনগনে রোদ।
নরকের প্রচণ্ড আগুন
কিম্বা দোজখের নীল যন্ত্রণা
আমায় ডাকতে থাকবে আয় আয় আয়-
প্রচণ্ড অনিচ্ছে স্বত্তেও
আমার মনদেহ এগিয়ে যাবে সেদিকে।
আমি তখন বিছানায়,
আমার চোখের সামনে আমার আত্মজা
অসহায় দৃষ্টিতে ঝাপসা,
আমার পায়ের কাছে একদা আমার প্রিয়
অপেক্ষার কামনায়
আমি যেন আর যন্ত্রণা না পাই।
আর আমার ঝাপসা দৃষ্টিতে তুমি,
আমি চাইছি তোমাকে জাপটে ধ’রতে,
তোমার কঠিন কোমল আঙ্গুল চাইছি আমি,
কিন্তু আমিতো তখন ডুবছি নীল জলে
তাই ধরতে পারছি না তোমার হাত।
শ্যাওলাও ধরে মানুষ ডোবার সময়ে
আমার হাতে তো ধরা আমার মেয়েদের হাত।
তবু কিছু খুঁজেছি তো আমি
প্রেম নয়, বাৎসল্য নয়,
দাম্পত্য নয়,
তবে কী খুঁজেছি আমি ?
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৩০