তোমার ঘরে মেঘ জমেছে, আমার ঘরে বৃষ্টি,
লোকে ভাবে কী হল ছাই, সবই অনাসৃষ্টি।
তোমার ঘরে রোদ উঠল, আমার মেঘের কালো
লোকে ভাবে বেশ হয়েছে, এই হয়েছে ভালো।
তুমি যখন অট্ট হাসো, মৌন লাজে আমি,
লোকে তখন সান্ত্বনা দেয় একটু কাছে থামি।
আমার যখন শিরায় আগুন, বরফ তোমার মনে
বলে তখন লোকে তোমায় মুক্ত ছড়াও বনে।
তুমি কাঁদ, আমি কাঁদি জড়িয়ে বুকে বুকে
করছি নাটক দেখছে নাটক বলে পাড়ার লোকে।
আমার ঘরে বৃষ্টি আসুক, বৃষ্টি তোমার ঘরে,
উড়িয়ে দিও সকল ব্যথা, হিংসা করুক পরে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩