রঙিন মোড়কটি ছিল স্বাদহীন-
কারণ, তার ভিতরে কোনো খাবার ছিল না।
ছিল না বলা ভুল
ছিল, ছিল, প্রচুর খাবার ছিল-
কিন্তু ফুরিয়ে গেছে।
ফুরিয়ে গেছে তার সমস্ত খাবার।
শুধুমাত্র পড়ে আছে স্বাদহীন তার দলিত দেহটি।
সে ভেবেছিল বুঝি ফুরাবে না
ফুরাবে না তার সমৃদ্ধময় অন্দরমহলটি-
আশ্চর্য স্পর্ধা তো তার ভাবনার!
তার ভাবনা কি বোঝে নি-
খাবার সমৃদ্ধ মোড়কটিকে তৈরী করা হয়েছে
শুধুমাত্র সকলের লোভ-লালসা তৃপ্তির জন্য।
কিন্তু হায়! এতদ্রুত ফুরিয়ে গেল!
ফুরিয়ে গেল তার সমস্ত খাবার।
তার চাকচিক্যময় দেহটির মতো স্বপ্নকে টুটিয়ে দিয়ে।
যারা তাকে বোঝে না,
বুঝতে চায় না তার স্বপ্নকে,
একদিন তাদেরই জন্য সে তার স্বপ্নকে বিসর্জন দিয়েছে।
বিলিয়ে দিয়েছে তার ভালোলাগাকে, তার সৌন্দর্যকে।
এখন নিজের এই মহানুভবতাকে সে নিজেই মেনে নিতে পারে না।
কারণ সে মহান হতে চায়নি কখনো।
সে চায় তার পরিপূর্ণ নাভিকেন্দ্র সহ বহিঃসৌন্দর্যটি।
সে চায়, সত্যিই চায় নিজেকে সমৃদ্ধ করে উজ্জ্বল হতে।
তবে সকলের জন্য নয় , শুধুমাত্র নিজের জন্য।
ওগো, তোমরা তার এই স্বার্থপর চাওয়ার কথা কি কেউ শুনবে না ?