শিরোনাম দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন, না জানি আমি কত বড় কবি,কতই না কবিতা লিখি,কিন্তু সত্য হলো এই আমি আমার জীবনে কোনদিন একটাও কবিতা লিখতে পারি নাই। যখন আমি কোন কবিতা পড়ি তখন আমার খুব আশ্চর্য লাগে ,যে মানুষ কিভাবে কবিতা লেখে। আমি যাদের কি চিনি ,তাদের মধ্যে এমন কেউ নেই যে,এখনো পর্যন্ত কোন কবিতা বা ছড়া লেখে নাই,হোক সেটা ভালো বা মন্দ । আমারও মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে, কিন্তু পারিনা। আর নেটে অনেক খোঁজাখুঁজির পরও কবিতা লেখার কোন software আমি পেলাম না। কিন্তু কিছু টিপস পেলাম । কিন্তু কোন টিপস ই আমার কোন কাজে আসলনা,বা আমি প্রয়োগ করতে পারলাম না। মনে হয় এ জীবনে আমার আর কোন কবিতা লেখা হবেনা। যাই হোক কবিতা লেখার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম,দেখুন আপনারা কেউ পারেন নাকি টিপস ফলো করে কবিতা লেখতে।
১। প্রথমত যে কোন আইডিয়া অথবা উৎসাহ দিয়ে কবিতা লেখার চেষ্টা করুন। আইডিয়া আপনার মাথায় যেকোনো সময় আসতে পারে। হতে সেটা কোন মানুষ বা কোন বস্তুকে নিয়ে আপনার আবেগ।
২।আপনার মাথায় যা আসে সব কিছু লিখে ফেলুন,আপনার কোন আবেগ বা অনুভূতি যেনও বাদ না যায়।
৩।আপনি কবিতার ধরন সম্পর্কে ভাবুন,এবং কিভাবে সাজাবেন তা ঠিক করে ফেলুন। আপনার কবিতা অনেক রূপে আসতে পারে।
৪। কবিতা দৈর্ঘ্য এবং ছন্দ সম্পর্কে সচেতন হোন, এখানে কবিতার দৈর্ঘ্য বলতে কবিতার প্যাটার্ন কে বোঝানো হচ্ছে।
৫।আপনার মনের ভাব প্রকাশের চেষ্টা করুন, ভাব প্রকাশের ক্ষেত্রে উপমার ব্যবহার করার চেষ্টা করুন
৬। আর সবসময় আপনার কবিতা সম্পর্কে অন্যদের মতামত যাচাইয়ের চেস্টে করুন।
উপরের টিপসগুলো আমি ব্যবহার করতে পারি নাই, আপনারা যদি কেউ ব্যবহার করে কবিতা লিখে ফেলেন তাহলে বলবেন কিন্তু।
আপনাদের জানামতে যদি কোন কবিতা লেখার software থাকে তাহলে আমাকে লিঙ্কটা দিয়েন