একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমার ইশতেহার :
১। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে ব্যবস্হা গ্রহন করা হবে,
প্রয়োজনে ভিন্ন ভিন্ন দিনে বিভাগ ভিত্তিক ভোট গ্রহনের ব্যবস্হা থাকবে।
২। প্রধানমন্ত্রী ২ টার্মের বেশী থাকতে পারবে না তবে টানা ৩য় বার একই দল ক্ষমতায় আসলে, তিনি
রাষ্টপতি হবেন এবং সংসদে নূতন একজন প্রধানমন্ত্রী , সংসদ অধিবেশনে ভোটের মাধ্যমে নির্ধারন করা হবে ।
৩। সংসদে ৩০০ আসনের নির্বাচন হবে, তবে ৩০টি অতিরিক্ত আসন বরাদ্দ থাকবে, যেখানে, পেশাজীবি, নারী উদ্যোক্তা
পাহাড়ী জনগনের প্রতিনিধিত্ব থাকবে ।
৪। বিরোধিতার জন্য বিরোধতিা করা হবেনা, যে কোন দলের প্রস্তাব উপযুক্ত ফোরামে আলোচনা হবে, এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে
সর্বসাধারনের স্বার্থে গ্রহন করা হবে ।
৫। শিক্ষা,অন্ন,বস্ত্র, বাসস্হান ও স্বাস্হ্য আরও আধুনীকরন হবে, সব ক্ষেত্রে ডিজিটালাইজ করা হবে ।
৬। দেশে ক্ষুদ্র উপজাতি ও প্রতিবন্ধীর জন্য কোটা থাকবে আর সকলকে মেধা যাচাইর মাধ্যমে সকল ক্ষেত্রে নিয়োগ দেয়া হবে ।
৭। সকল স্তরে গ্যাস, তেল এবং বিদ্যুৎ খাতে অপচয় রোধে প্রিপেইড সিস্টেম চালুকরন এবং বিল সাধারনের সহনীয় মাত্রায় থাকবে ।
৮। কৃষকদের উৎপাদন,বিপনন ও চাষাবাদের জন্য আধুনিক ব্যবস্হা গ্রহন ,বিনা অর্থ ব্যয়ে প্রশিক্ষন, সহজ প্রক্রিয়ায় ঋণ প্রদান
এবং সমবায় ব্যবস্হা গ্রহন করা হবে ।
৯। উন্নত বিশ্বের আদলে যোগাযোগের ক্ষেত্রে মেট্রো রেলপথকে অগ্রাধিকার দেয়া হবে।
১০। আমাদের দেশে বিজ্ঞানীদের আবিস্কৃত দেশীয় প্রযুক্তি বাস্তবায়নে অর্থ বিনিয়োগ করা হবে ।