ভালবাসা যখন নূতন ঘ্রান ছড়ায়
তুমি কি অনুভব করো
দু-চোখে, দু-নয়নে ?
অথবা প্রস্ফুটিত , কামোদ্দীপ্ত ঠোঁটের ফাঁকে
ভালবাসা কখন নূতন ঘ্রান ছড়ায়
তোমার দেহের প্রান্তে, তেপান্তরে
সর্ন্তপণে শিরা উপ শিরায়
অথবা প্রস্ফুটিত ,দেহের স্তনের বোঁটায়
ভালবাসা তখন নূতন ঘ্রান ছড়ায়
একাকী নির্জন বাসে, মেঘের ডাকে
চকিত ঝিলিক সাঁঝে, রক্তের খেলায়
অথবা প্রস্ফুটিত ,দেহের ব্যালেন্স বীমের মাথায়
আমি তখন,
সমুদ্র মন্থন এক, পাগলা রেসের ঘোড়া
তীব্র বেগে অনু -পরমানুর
ঘর্ষণ - কর্ষণে, প্রেমত্ত পাখির মেলা !
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬