এক মহিলা সন্তানের জন্ম দিবে। তাই অনাগত সন্তানের যাতে বিপদ না হয় তার জন্য এক দরবেশ/পীর/।হুজুর সব কিছু দেখে সর্বনাশ!এই সন্তানরে পৃথিবীতে আসতে দেওন যায় না,এই সন্তান জন্মের পর যার নাম নিব তারই মৃত্যু হইব।

কিন্তু মহিলা কয় আমি ১০মাস গর্ভধারন করছি এই সন্তান আমি জন্ম দিমুই।

সন্তান জন্মের ৩ মাস পরে :
সন্তান প্রথম মা ডাক দিল।১০ দিন পর মা মারা গেল।

তার কিছুদিন পর দাদা ডাকা শিখল দাদাও মারা গেল।

তার চাচারা এই বিষয় বুঝতে পেরে তার বাবার সম্পত্তি দখল করার জন্য বাবা ডাকা শিখাল
১০ দিন পর পাশের বাড়ির ভদ্রলুক মারা গেল

মডুগো উদ্দেশ্যে কই দরকার পড়লে ড্রাফট কইরেন কিন্তু জেনারেল কইরেন না প্লিজ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১০ রাত ৯:৪১