পুরুষ হবার স্বপ্ন ছিল মনে,
বালক থেকে পুরুষ হয়ে উঠবার স্বপ্ন।
সেই প্রথম যখন-
বালক থেকে পুরুষ হয়ে উঠতে চেয়েছিলাম,
তখন প্রেমের গন্ধ ছিল হৃদয়ের কোণে।
স্বেচ্ছায় প্রেম প্রস্তাব করা পুরুষের ধর্ম,
আমিও তাই স্বেচ্ছায় প্রেম প্রস্তাব করেছিলাম।
শ্রদ্ধেয়ারা শুনেছিল বোধহয় ,
সেদিন আমি প্রস্তুত হয়েই ছিলাম।
কিন্তু ভালবাসা তাকে হয়নি কখনো,
হয়নি নির্জনে হাত ধরে কাছে আসা।
কেন না এই ধারণা তাদের স্পষ্ট হবার পর
সত্যিকারের প্রেমকে আমার খুঁজে পেয়েছিলাম।
সত্যিকারের প্রেম তবুও
পুরুষ হয়ে উঠতে পারিনি কখনো!
কারণ অদেখা প্রেম হয় এমনই,
ধরা যায় না, ছোঁয়া যায় না,
পুরুষ হওয়াও তাই সম্ভব হয় না ।
দারুণ একটি বাই সাইকেল ছিল,
তারুণ্যের গতি ছিল প্রাণে।
সোহানা শারমিন ম্যাডাম,
জীববিজ্ঞানের ক্লাসে রহস্য বোঝাতো
কিন্তু পুরুষ হবার বয়স কত তা-
পড়াননি কখনোই।
বন্ধুরা অনেকে বিয়ে করে আজ পুরুষ হয়েছে,
কিন্তু আমায় ভাবেনি কখনো কেউই।
তবুও স্বপ্ন আছে আমার
স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন।
একটি পুরুষ হয়ে উঠবার স্বপ্ন।