যেভাবে বাস ভালো আমায়
যেভাবে চাও পেতে নিকটে
আমিও সেভাবেই চাই তোমায়,
কিন্তু পাই না খুঁজে কোথাও।
সুখের মুহূর্ত গুলো যত
তোমার ইচ্ছার মত হয়ে
তোমার অভাবেই যায় হারিয়ে।
তখন একাকী থাকি হয়ে
অপরাধীর মতন ক্ষীণ।
অচেনা তোমার মাঝে আমি দিন দিন
মুগ্ধতায় যাচ্ছি ডুবে যেন,
শ্রদ্ধা নেই আমার অপর কাজে কোন।
সুন্দর সকাল কিংবা মায়াবী সন্ধ্যায়
তোমাকেই শুধু কাছে পেতে মন চায়।
কিন্তু মনের বাস্তবতায়-
আমার বাসনা গুলো সম্মান পেলেও
জাগতিক বাস্তবতায় আর তা পায় না।
তখন প্রয়োজনের সম্পর্ক ধরে যদি আমার
একটার পর আরেকটা-
প্রয়োজনকে চাই মেটাতে,
তাহলে ঠিক একটা যেন সংসার হয় সাজাতে।
কিন্তু সে সংসার অন্য কারোর নিমিত্তে
এবং আমি তা পারি না একাকী করতে।
আমার কষ্ট হয় তখন
ভালবাসা না পাবার কষ্ট।
তাই সবকিছু রেখে ফেলে
আসতে হয় একাকী চলে,
অচেনা আপন কারো খোঁজে।
অচেনা তবুও বাসি ভাল যাকে আমি
তার নিকটেই চাই যেতে শুধু আমি।