আমাদের নদী দেখা হয় না এখন।
ঘাটের নৌকো হয়তো গেছে ভেসে দূরে
আসবে না কভু আর ফিরে,
তাই বুঝি এতো আনচান করে মন।
বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলে পরে
পূর্ণিমার চাঁদ উঠে যখন আকাশে,
আমরা তখন গেছি হেঁটে একসাথে
বাঁধানো নৌকায় বসেছি তোমার পাশে।
চাঁদ মাঝে মাঝে ঢেকে যেত সাদা মেঘে
অদ্ভুদ দেখাত খুব চারপাশটাকে।
আজ দীর্ঘদিন পর,
সেই সময়টা নেই আর।
হয়তো মাঝিই চুরি করে নিয়ে গেছে,
রেখে গেছে শূন্যতার কষ্ট
বেদনার ছাপ লাগিয়ে চোখের কাছে।
আমাদের সব স্মৃতি আর ইচ্ছে গুলো
কেড়ে নিয়ে গেছে কেউ,
অর্থের লোভে কেউ হয়তো
ব্যবসা করে খেয়েছে পাওয়া সবকিছু।
এযুগের ফেসবুক বা ব্লগ যেমন
চুরি করে নেয় ব্যক্তিগত সবকিছু,
তেমনি করে হয়তো সব চুরি করে নিয়ে গেছে।
এখন রাতের ঘুমে শুধু
মশারীর স্পর্শ লেগে থাকে মাঝে মাঝে,
কিন্তু তোমাকে ভাবতে দেয় না হৃদয়
সবকিছু অজান্তেই ভুলে দিয়ে বোকা করে রাখে।