ঝরা পাতার উত্তরীয় সরিয়ে আসছে শীত!
শীত মানে সাদা- শ্বেত শুভ্র!
জীবনও নাকি এরকমই--
রঙের পরে সাদা, সাদার পরে রঙ!
সময় জমছে, সময় যাচ্ছে;সেতো বয়েই যায়!
জমছে মানে একত্রিত হচ্ছে; যাচ্ছে মানে চলেই যাচ্ছে- একেবারেই, হায়!
কোন এক নিকট মুহূর্তে, একমাত্র এই সম্বলেই ভর করে কি পেছনে তাকানো যায়?
হয়তো ভাঙছি, পড়ে গিয়েও আবার উঠছি
ভাঙছি- পড়ছি- উঠছি
উঠছি- ভাঙছি- পড়ছি...
দূর্বিনীত?
কে জানে! পড়ে থাকাটাওতো নাকি শিখতে হয়!
আর, না জানলে? সেতো উঠতেই হয়।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২০