মাটির কলসে জল ভরে রেখেছিলাম।
মাঝ রাতে যখন গলা শুকিয়ে কাঠ,
সেই ঘুট ঘুটে আন্ধারে-হাতড়ে হাতড়ে- দরজার খিল ছাড়িয়ে বাইরে আসতেই;
ডাহুকের ডানা ঝাপটানোর সাথেই উড়ে গেল আমার আকন্ঠ পিয়াস!
কেমন ঘোরলাগা সময়ে, এলোমেলো পায়ে হাটতে হাটতেই সামনে পড়ে- সেই শৈশব!
বালকবেলার কলাপাতার সেই ঘোড়া,
টারজান পোশাক নিয়ে যেতে যেতেই -পূব আকাশ চিড়ে ফ্যাকাশে আলোর দেখা!
এবার অন্য টান! আবুল হাসানের বইয়ের উপরে রাখা গ্লাসে,
চট করে একটা ডিম ভেঙে-ক্যোঁৎ করে গিলে ফেলার টান।
নয়তো, জাতে উঠার টানেই-ফায়ার অন আইসে'র কাচা আমের জুসের গ্লাসে- একচুমকের আশায়;
দুম করে পুরনো সেই মস্ত আমগাছে পেশী বহুল হাতে করাতের টান!
অথবা, খুব করে শরীর দুলিয়ে দুলিয়ে বুকের একদম গভীর থেকে হো...হো করে হেসে উঠার টান!
আর,এত টানের টানেই হয়তোবা বেসামাল!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫