অতঃপর, আরো একবার কালপুরুষ দেখার নেশায়;
দরজার নব ঘুরিয়ে-বাইরে আসা!
উত্তর গোলার্ধের কনকনে ঠাণ্ডায় জমে যেতে যেতে,
সাত নক্ষত্রের কাছ থেকে ধার করা আলোয়,
ভিতরে উষ্ণতা বাড়ানোর প্রাণান্ত চেষ্টা!
অথবা বরফের উপরে সাদা মিষ্টি চাদের আলোয়,
বৃহতের সামনে দাড়িয়ে নিজের ক্ষুদ্রতার আরো একবার উপলব্ধি!
আরো একবার, সাধ আর সাধ্যের টানাপোড়নে;
ঘরময় পায়চারি,
তারপর, নিঃশব্দে বেড়িয়ে পড়া।
অগোছালো নিজেকে অনেকক্ষণ বয়ে নিয়ে,
আরো একবার নিজের কাছেই ফেরা!
ধোয়া উঠা কফির এই দিনে, কাগজের কাপের কাছে;
ছোট্ট চায়ের কাপে টুংটাং-এর সুমিষ্ট ধ্বনি’র আবদারে,
আরো একবার বৃথাই আকুল হওয়া !
অপার্থিব সুন্দরের তুষারপাতে, আরো একবার জোনাকির;
মিটিমিটি আলোর প্রত্যাশা- সাথে ঝিঝি’র ডাক!
আরো একবার, রিকশায় ফিরতে ফিরতে শঙ্কিত গলায়,
তোমার হাত ধরার আবেদন;
বলেই ভুল করলাম কিনা ভাবতে ভাবতেই,
আমার হাত তোমার মুঠোয়!
আর, আরো একবার আমার ভেতরে লক্ষ প্রজাপতির ডানা ঝাপটানো!
আরো একবার, ঝুম বৃষ্টির অপেক্ষা;
সেলফোনে বাইরে আসতে বলে, একদম কাকভেজা হয়ে;
ছাতানিয়ে বের হওয়া তুমার দিকে অবাক হয়ে তাকিয়ে,
দুজনের পথে নামা!
অতঃপর, আরো একবার, অবাক হয়ে তাকানো,
যখন হটাতই ছাতা বন্ধ করে,
দু’হাত প্রশস্তে, আকাশের পানে তোমার উদ্বেলিত মুখ,
চুলে ফোটা ফোটা বৃষ্টির জল,
আর আমার ভিতরে অনন্তকালের অবিরাম টুপটাপ!