সম্প্রতি পূর্বে তাজমহল সম্পর্কিত একটি পোষ্ট ফেসবুকে দেখেছিলাম, যেখানে সম্রাট শাহ জাহান, মমতাজ এবং তাজমহল সম্পর্কিত কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যা হয়তো আনেকে জানেনও না। আমি তার তথ্যের উপস্থাপনাগত ত্রুটির সংশোধনের চেষ্টায় ইন্টারনেটের সহয়তায় কিছু সহায়ক তথ্যের সন্ধান পেলাম:
[ফেসবুকে প্রচারিত সেই বিভ্রান্তি ছড়ানো লেখাটি]
১. Mamtaz was Shahjahan's 4th wife out of his 7 wives.
>> রাজপুত্র শাহ জাহান ১৬০৭ সালে মমতাজ ওরফে আঞ্জুমান্দ বানু বেগমের প্রেমে পড়েন এবং ১৬১২ সালে দীর্ঘ পাচঁ বছর পারিবারিক মতদন্ধের অবসানের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সক্ষম হন। ইতিমধ্যে মোঘল সাম্রাজ্য বিস্তার ও অস্থিত্ত অটুট রাখার লক্ষ্যে পারিবারিক সিদ্ধান্তের কারনে আকবারাবাদি মহল এবং কান্দাহারি মহল সাথে বিয়ে হয় এবং ইতিহাসে উনারা রাজসিক স্ত্রী (Royal wife) হিসেবে পরিচিত। এধরনের রাজনৈতিক বিয়ের উদাহরণ তার পূর্বে এবং পরে যথেষ্ট বিদ্যমান। উইকিপিডিয়াতে উল্লেখিত সেই তথ্যানুসারে মমতাজ উনার তৃতীয় স্ত্রী, যা পোষ্টটিতে ৪র্থ হিসাবে উল্লেখ করা হয়েছে।
২. Shahjahan killed mumtaz's husband to marry her
>> ইতিহাসের পাতায় রাজপুত্র খুর্রমের সাথে আঞ্জুমান্দ বানু বেগমের বিয়ের কথা উল্লেখ আছে। রাজপুত্র খুর্রম হচ্ছে সম্রাট শাহ জাহান পূর্বনাম এবং উইকিপিডিয়াতে মমতাজের স্বামী হিসাবে একমাত্র সম্রাট শাহ জাহানের নাম উল্লেখ করা হয়েছে। অনেকেই রাজপুত্র খুর্রম এবং সম্রাট শাহ জাহান নামের পার্থক্যে ভুল করে দুই ব্যক্তি ভাবেন।
৩. Mumataz die during her 14th delivery
>> শাজাহান এবং মমতাজ দম্পত্তির ১৩ টি সন্তানের মাঝে ৭ জনই জন্মের কিছু দিনের মাঝে মারা যান। অপর ছয় সন্তান হলো শাহ্ সূজা, জাহানার বেগম, দারাশিকো, আরঙ্গজেব, রওশন আরা বেগম এবং মুরাদ বক্স। এছাড়া সম্রাট শাহজাহানের প্রথম দুই পক্ষের দুটি সন্তান ছিল। মমতাজের পরে যে সাতটি রাজসিক স্ত্রী (Royal wife) ছিলেন তাদের ঘরে কোন সন্তানের অস্তিত্ব পাওয়া যায়নি।
৪. After her death Shahjahan married Mumtaz's Sister
>> মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহ জাহান কোন ধরনেরই বিয়ে করেননি, সেখানে মমতাজের বোনকে বিয়ের তথ্য সম্পূর্ণ বানোয়াট।
তৎকালীন দাললিক তথ্যানুযায়ী শাজাহান এবং মমতাজ দম্পত্তির সম্পর্ক ছিলো অন্য স্ত্রীদের চাইতে সুষ্পষ্টরূপে পৃথকযোগ্য। মমতাজের মৃত্যুর পর তার শোকবহ মনের অবস্থা অনূভব করার জন্য আমি সকলকে (যারা মোঘল ইতিহাসে অাগ্রহী) অনুরোধ করবো ন্যাশনাল জিওগ্রাফীর তাজমহলের উপর নির্মিত প্রামান্যচিত্র "সিক্রেটস্ অব তাজমহল" দেখার জন্য।
পরিশেষে সকলকে অনুরোধ করবো সঠিক ইতিহাস পড়তে এবং যেকোন মিথ্যাচারকে দমন করতে, কারণ মিথ্যাচারকে প্রশ্রয় দেয়া মিথ্যাচারের নামান্তর।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭