আহমেদ লিটন
গুনে ভরা বিশাল মন,
অসীম আকাশের মত উদার,
সসীমের ক্ষুদ্রতা পায়ে ঠেলে,
অসীমের মাঝে করেছো উজার।
মোদের ক্ষয়িষ্ণু এই পৃথিবীর
ক্ষয়ে গেছে মনুষ্যত্ব, মানবতা,
স্বার্থের নেশায় বিভোর
ভুলে গেছে সব উদারতা।
তবু একটি ফুল গন্ধ ছড়ায়,
বাতাসে ভেসে বেড়ায় সুভাস,
সে যে তোমারি
আগমনী গানের আগমনী পূর্বাভাস।
বাজুক তোমার মহান বাঁশি
সুরের মুর্ছায় কেপে উঠুক জগৎ,
নিষ্কলুষ হোক প্রেমের গান
জানুক সবে তাহাই মহৎ।
উদারতার মাঝে, মহানুভবতার মাঝে
যে নিরেট প্রেমের বাঁশি বাজে,
শত সংকুলে, সসীমের মাঝে,
স্বর্গ-সুখ তাহারেই সাজে।