আজ মিরপুরে সাইক ইন্সটিটিউট অব মেডিকেল টেকনলজী'তে গিয়েছিলাম। এটা মেডিকেল টেকনলজিস্টদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান। ডিপ্লোমা কোর্স পড়ানো হয়।
এর চেয়ারম্যান ( নাম ভুলে গেছি), বাবা পোস্ট মাস্টার, ঢাকা ভার্সিটিতে পড়ার সময় থেকেই অনেক টিউশনি করতেন। তখন কিছু টাকা জমে যায়। পাশ করার পর চাকরির চেষ্টা করেছিলেন। মস্টারি। হয়নি। তারপর ফার্মগেটে সাইক নামে প্রতিষ্ঠান শুরু করেন। ছাত্র বিদেশে পঠাতেন। অনেক লাভ হয়।
এখন তার ঢাকাতেই অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। ইন্জিনিয়ারিং সেকশনও আছে একটা। বি.আই.টি'র মত।সেটাই পুরনো। ৭০০ ছাত্র। মেডিকেল সেকশনে ছাত্র কম। ৫০-৬০ জন। ফ্যাশান টেকনলজির ওপরও একটা ইন্সটিটিউট শুরু করেছেন সম্প্রতি। ময়মনসিংএ আছে ফর্মেসি আর ডেন্টালের ওপর একটা ।
মেডিকেল সেকশনের ছাত্ররা এস.এস.সি. পাশ করে ঢোকে। তিন বছরের কোর্স। সব মিলিয়ে মোট আশি হাজার টাকার মত খরচ হয়। পাশ করার পর পরই চাকরি হয়ে যায় বিভিন্ন ল্যাবরেটারিতে। বেতন দশ হাজার টাকার মত।
এদের পড়ানোর জন্য এই প্রতিষ্ঠানে ৫-৬ জন এম.বি.বি.এস. ডাক্তার আছেন। এছাড়া আছেন কিছু টেকনলজিস্ট এবং ফিজিক্স/কেমিস্ট্রিতে পাশ করা কিছু শিক্ষক। ডাক্তারদের বেতন দশ হাজার টাকা। অন্যদের হাজার পাঁচেক।