একজন লেখকের পাঠকের কাছে কি চাওয়া থাকতে পারে?
পাঠক তার লেখা মনোযোগ সহকারে পড়বে । ভালো, মন্দ, বাজে, অপাঠযোগ্য যাই হোক তা সে তার সমালোচনায় প্রকাশ করবে । এতে পাঠক এবং লেখকের মধ্যে একটা সেতু তৈরী হয় । লেখক পাঠকের চাহিদা ও পাঠকের অনুভূতি বুঝতে পারে ।
লেখক হিসেবে একজন পাঠকের কাছে পৌঁছানর মাধ্যম কি ?
একটা বই প্রকাশ । যে বই পাঠক কে লেখকের সকল চিন্তা ভাবনার সাথে পরিচয় করিয়ে দেবে ।
তাই ভাবলাম একটা মাধ্যম প্রকাশ করি পাঠকের মনের গহীনে নাড়া দেবার জন্য । আর সেই মাধ্যম আর কিছুই না একটা বই প্রকাশ ।
আমার লেখার মূল প্রকাশক যেহেতু সামহোয়্যার ইন ব্লগ , তাই ব্লগের পাঠক ও লেখকদের কাছে প্রশ্ন রাখি করবো কি এক খানা বই প্রকাশ ।
নীচে স্যাম্পোল দিলাম ।
আপনাদের সমালোচনা আলোচনা গালাগালি সকল কিছু শিরধার্জ। যদি বই খানা কিনে এনে পড়েন। প্রয়োজন মনে হলে বাড়ি বয়ে গিয়ে আপনার দু কথা শুনে আসবো।
মন খুলে গালি দিতে চাইলে বলবেন, ফোন করে নিজ দায়ীত্বে শুনে নেব।
আমি হতেই পারি আপনার ঘৃনার পাত্র, অপছন্দের পাত্র, বিরক্তিকর প্রানী বা ভালোবাসার মানুষ। আপনার ভালোবাসা, ঘৃনা, অপছন্দ, বিরক্ত জানাতে হলে আসুন বই মেলায়, স্টল নং ১৪৫, কিনে নিন এক টি বই তারপরে জানিয়ে দিন সকল অনুভুতীর প্রকাশ। আমি মাথায় তুলে রাখবো আপনাকে ও আপনার অনুভুতিকে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০০