আসমানি জামা গায়ে যেদিন জানলায় টোকা দিয়েছিলি
কবিতার গ্রাম নামিয়ে এনেছিলি আমার ঘরে
সেদিন , মেঘ তোকে আকাশ ভেবে করেছিলাম ভুল!
তোর মায়ার সন্ত্রাসে
গভীর শূন্যে মিশে গিয়েছি
তোর তুচ্ছতার মিছিলকে
দিয়েছি অফুরান গুরুত্ব!
আর আলেয়ার মতো তুই
আগুণ হয়ে ঝরে পড়েছিস
চোখের উপত্যকা জুড়ে
তীক্ষ্ণ হাসিতে ছিন্নভিন্ন করেছিস
স্বপ্নের চালচিত্র!
ঠিক তখনই --
স্বপ্ন ছেঁড়া বিষকে শুষে নিয়ে
আকাশ হয়েছে নীল
শেষের শরীর পেরিয়ে
অবশেষেরা মিশে গেছে সেই নিশ্চিন্ত নীলাভ আশ্রয়ে!
মেঘ তোকে আকাশ ভেবে করেছিলাম ভুল
বেহিসেবি ভালোবাসা চুকিয়েছে মাসুল!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪