গাঢ় নীলরঙা আকাশটা নেমে এসেছে স্বচ্ছ দীঘির মনভূমিতে
দুর্ণিবার অধিকারে নীলেরা বশ করছে বিন্দু বিন্দু সফেদ জলকে
এই মান্যতার খেলায়
অমান্যতার প্রতিরোধে
উঠছে আর্তচিৎকারের বুদবুদ
এক আঁজলা এই নীলভ বুদবুদ হাতে তুলে নিই
বিষের যন্ত্রণাকে অতিক্রম করে
তৃপ্তির নীল ফুল আঁকি মন-পর্দায়
যেখানে অপমানের কালো রঙ দিয়ে
লতাপাতা এঁকেছিলাম
নীরব কথার নিরেট হানায় হৃদয় চিরে বেরিয়ে এসেছিল যে
ঘন লালচে রঙ
তারই কয়েক ফোঁটা নিয়ে
আঙুলের ডগা দিয়ে ছিটিয়ে দিলাম এই ছবিটাতে
এখন ছবিটাকে পলাশবনে টাঙিয়ে দেবো ভাবছি!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০