ইনোভার চাকার সাথে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে
হিমেল বাতাসের স্পর্শে দুলে উঠছে পাইনের গাঢ় দোপাট্টা
কুয়াশার চাদর জড়াচ্ছে রডোডেনড্রন
এমন সময়
মেঘ কাঁচের সার্শিতে টোকা মেরে নাম ধরে ডাকলো
সেই আহ্লাদি ডাকের কোমলতায় শিহরণ ওঠে মনে!
জড়িয়ে নিই সদ্য নামা অন্ধকারের চাদর
আর চাদরের পরতে পরতে মিশে যায় মান-অভিমান
সেই ওমে গলতে থাকে মন-বরফ
কঠিন বরফ নরম জল হয়ে বয়ে চলে কপোল থেকে চিবুক হয়ে
অতীত সমুদ্রে
হঠাৎ দেখি
আঘাত এবং আত্মাঘাতকে জলাঞ্জলী দিয়ে
অবগাহন সেরেছে দুঃখেরা!
আমি , যদিও দুর্বল কবি
আমার কথা বিকোয় না
তবে ,প্রিয় কবির স্বরলিপি অনুরোণিত হয়ে জানায় -
"শীত আসলে বসন্ত আর কতদূর থাকতে পারে ? "
আমি হাত বাড়িয়ে মেঘের পালক তুলে আনি
যত্নে রাখি কবিতার খাতায়!
If Winter Comes Can Spring Be Far Behind ?--Percy Bysshe Shelley
(Ode to the West Wind)
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯