মায়ার ভেলা রাতের বেলা স্বপ্নে এসে ভেড়ে
জোয়ারে জোয়ারে মন-নদী তাথৈ তালে ওঠে বেড়ে!
নদীর জলে গভীর তলে জমে থাকা গল্প
উঠে আসে জলে ভাসে নাড়া দেয় অল্প!
নাড়া লাগে সাড়া জাগে স্মৃতির ফসিলে
রাগে অনুরাগে সুর বাজে মেহফিলে!
সুরের প্লাবনে গভীর মননে চুপকথারা ধ্বনি তোলে
চুপকথারা রূপকথারা তারানার ছন্দে দোলে!
তারানার রেশে বাহানার শেষে ব্যাকুল হচ্ছে প্রাণ
ব্যকুলতায় আকুলতায় ঝরে পড়ছে মান অভিমান!
ঝরছে আবেগ পড়ছে মেঘ করছে নিদারুণ বজ্রাঘাত
নিদারুণ প্রেম সকরুন হেম ভুলেছে করতে প্রত্যাঘাত!
ভুল পথে ভুল মতে গিয়েছি দূর থেকে দূরে
দূরে যাই সুদূরে যাই তুই থাকিস মন জুড়ে!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭