রোজকার কোলাহল ভেদ করে আসে অতীত
আজ আর অতীতের মাঝের জলাশয়ে
ভাসতে থাকে ছেড়া ছেড়া সংলাপ
তার শীতল স্পর্শে কেঁপে ওঠে আত্মা
বর্ণের ব্যঞ্জনার মায়াজালে মান এবং অভিমান
মিলেমিশে একাকার
তবুও বিভাজন ভুলে একসাথে বসে
রূপকথার উঠোনে জলরঙে ছবি আঁকে
হৃদয়ে ফোটা রক্ত গোলাপের পাপড়ি ছড়ায় তার উপর
বিষাদের গন্ধে ঝিমোয় চাঁদ
চুপচাপ বসে থাকে পাতার আড়ালে
এই কোজাগরী পূর্ণিমা রাতে
কবিতার আলপনা দিতে বলি না কাউকে
শুধু আমার রক্তে ভেজা অক্ষরগুলো
আজ আর অতীতের সন্ধিক্ষণে জ্বলজ্বল করে
বাদবাকি যা কিছু সবই থাকে রিক্ত!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫