ছবি- গুগুল
এই যে সমুদ্রের গভীর থেকে
মহাকাব্যের নায়কের মতো উঠে এসে
প্রকান্ড ঢেউয়ের মতো আছড়ে পড়লি
বিস্তার ছড়ালি
সমস্তটুকু জুড়ে
বিনা অনুমতিতে
এখন তোকে কী বলি ?
অনুপ্রবেশকারী ? নাকি প্রেমিক ?
এই যে জাদুফুলের মতো
ঝরে পড়লি মনোভূমিতে
শিরা-উপশিরায় বয়ে চললি
সুগন্ধী কাব্যের মতো
জবরদখল করলি চেতনাকে
এখন তোকে কী বলি ?
অনুপ্রবেশকারী নাকি প্রেমিক?
আর
এই যে জন-অরন্য থেকে
সুদৃঢ় অধিকার নিয়ে ডাকনাম ধরে ডাকলি
পাঁজর কাঁপিয়ে দিলি সেই অনুরণনে
বেপরোয়া চাঁদের মতো নেমে আসলি
জানলার কাঁচ চিরে
প্রস্ফুটিত করলি আমায় চন্দ্রমল্লিকার মতো
বল, এখন তোকে কী বলি ?
অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক?
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩