শিল্পী - edith kramer
ছড়ানো ছিটানো টুকরো টুকরো স্মৃতি
ফলার মতো হঠাৎ ধেয়ে আসে
তুমি এখন কোথায় আছো ভেবে
আমার চোখ শ্রাবণ ফোঁটায় ভাসে!
এখনো তবু চাঁদ দেখি আকাশে
স্বপ্ন ভাঙা কী এমন কথা
হলুদ-ডানা দুঃখের পাখীর মন জুড়ে
জ্যোৎস্নার আদর মেখেছে নীল ব্যথা!
বলতে পারি না তোমায় দোষী
ভুলটা আমার , আমারই সব দোষ
মরতে মরতে যখন বেঁচেই গেছি
জেনো , পুষে রাখিনি একটুও আক্রোশ!
কখনো কখনো এমনিই শুধু আনমনে
ভেসে ওঠে আমাদের সেই ফুলবেলা!
স্তব্ধতার উৎসবের মাঝে বসে ভাবি
তোমার কাছে পুরোটাই ছিল খেলা!
এই পৃথিবীতে সবই জানি অনিত্য
দুঃখেরও নেই কোনো পাকা ঘর
এখনো কি দাহ্য রাখো ঠোঁটে ?
কেনো ভাবি জেনেও তুমি পর ?
' বামহস্তের লীলা পদ্মটা কপালে ছুঁইয়ো'
আকুল মনে প্রার্থনা করেছি যেই
হুল ফোটানো হিমেল হাওয়া বলে
তোমার স্টেশনের নাম জানা নেই!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯