সেদিন একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম । এক যুগলকে দেখে স্বগোক্তি করলাম ' এদের কি হবে শেষ পর্যন্ত ? ' আমার কয়েকজন বন্ধুও ছিল সাথে । একজন প্রশ্ন করল ' কাদের রে ? ' আমি ইশারায় সেই যুগলকে দেখালাম । তখন আরেক বন্ধু অতি তাচ্ছিল্যভরা স্বরে বললো ' ওদের নিয়ে এতো ভাবনা তো , ওদের ওদের বাবা-মা , ওদের চোদ্দগুষ্টির কেউ এমনকি ওরা নিজেরাও কখনো ভেবেছে কিনা কে জানে ! '
এবারে প্রথম বন্ধু সংযোজন করলো ' তোর কি কোনো ভাবনা নেই ? যতো সব নেই ভাবনা ভাবছিস ? তোর এই এতো ভাবনার কথা ওরা জানলে বোধহয় তোকে সম্বর্দ্ধনা দেবে ! '
না । সম্বর্দ্ধনা পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই । তবে আমার এইসব চিন্তাধারাকে যে নেই ভাবনা বলে সেটা সেদিন জেনেছিলাম । আর এরকম 'নেই ভাবনা ' আমি অন্যদের নিয়ে ভেবে থাকি । এই অন্যদের মধ্যে না মানুষরাও আছে । তখন আমার 'নেই ভাবনা ' গুলো ভাবায় যে ঐ অন্যেরা কি ভাবছে ? যেমন - বসন্তকালে কোকিলের সুর শুনলে আমরা মানুষেরা কৃতার্থ হয়ে যাই । আমি তখন ভাবি কোকিলের সুরে কি আছে ? প্রেম ? নাকি ও (কোকিল) তখন বলছে বা ভাবছে ' সুর তুলে তুলে যে গলা চিরে গেলো ! তুমি আর কখন আসবে ? '
আজ আমার এমনই কিছু 'নেই ভাবনা ' আপনাদের সাথে শেয়ার করছি ------------
তুমি একা না আমিও রাগ দেখাতে জানি । হুম !
আর কতোদিন এভাবে উড়ে উড়ে ঘুরতে হবে ?
তোমার বাবা ফুয়েলের খরচটা চালাবে বোল্লেই আমি কপ্টার কিনবো !
আমার ওড়াউড়ি নিয়ে বলতে এসে না ! কাল তোমার হয়াটস অ্যাপের লাস্ট সিন ৩ এ।এম দেখালো কেনো ?
পাশে এতো চিৎকার করে বোলো না গিন্নি ! আমি হিয়ারিং এড এ ভয় পাই
আমি করবো র্যম্পওয়াক প্রাকটিস ! আর ময়ুর রাজ শো স্টপার হবেন !
নীচের ডালের দোয়েলকে দেখেছিস ? কোকিলাদির মিউজিক স্কুলের ফার্স্ট গার্ল
এভাবে সেলফি তুললে কি ফেবুতে হাজারটা লাইক পাবো ?
চুপ ! তোমার ডিরেকশনে ট্যাঙ্গো করতে গিয়ে তো আমার ঠ্যাং খোলার জোগার
এই বেশ আছি । একাকি
বিশেষ অনুরোধ -- ১ । আমার এই ফালতু পোষ্ট দেখে যদি কেউ প্রচন্ড বিরক্তিতে রেগে যান তাহলে তাঁকে সবিনয়ে বলতে চাই যে রাগবেন না প্লিজ ! কারন আমি রাগীদের খুব ভয় পাই .......
২ । এডিটিং এর ব্যপারে আমার জ্ঞান মাইনাসে রান করছে । ছবিতে বাংলাতে লিখতেও পারলাম না । তাই রোমানে লিখলাম ।
বাংলায় লিখতে আপনাদের সাহায্য চাইছি । কেউ জানলে আমায় জানাবেন প্লিজ ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯