জানি তোমার দ্বীপের মাঝে বাস
চারদিকে জল সাজি্য়ে কাটায়ো বছর-দিন-মাস !
কখনো রামধনুরঙে স্বপ্ন এঁকে দাও
আবার স্বপ্নেই নিকষ-কালি ঢেলে যাও !
তোমা্য় ভেবে কেউ করে অপেক্ষা
তোমার জন্যেই কারো জোটে উপেক্ষা !
তোমার নামে কত-শত তুলেছে অসি
তোমা্য় অমর করেছে কবির মসি !
তোমায় পেতে চা্য় স্তব্ধ প্রশ্বাস
তুমি ভ্রূক্ষেপ করো থেকে বিন্দাস !
সবাই স্ব-নামের প্রতিধ্বণীতে তোমাকে চা্য়
এভাবে কেউ কি কখনো পা্য় ?
ইন্দ্রিয় সুখের মাস্তুল নিষিদ্ধ তোমার দ্বীপে
আবেগ-তরনীই অশ্রুসাগর পেরিয়ে পৌঁছায় সমীপে !
যদিও --
প্রেম তুমি দূরে থাকতেই সচেষ্ট
তোমায় স্পর্শ করতে আবেগ-সেতুই যথেষ্ঠ ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২