তুমি ফেলে গিয়েছিলে স্ব-খেয়ালে নির্ভাবনায়
থমকে ছিল অলেখা কবিতা সাদা কাগজে
জানোনি নিভৃতে কিভাবে দুঃখ-লহরী বাজে !
অশ্রুনদী বয়েছিল না পেয়ে কূল-কিনারা
আমার নীলাকাশে আটকে ছিল নীলবেদনা
বোঝোনি , অভিমান-কাঁটা দে্য় কত যাতনা !
হৃদয়ের রক্তক্ষরণে প্রলেপ দেয়নি কাজ
নিশ্চুপে , মেঘের ছায়ায় নামে অবসাদ
দেখোনি , গাঢ়-অন্ধকার যার হয়নি প্রভাত !
তবুও জীবননদী বাঁধ ভাঙতে চায়
ক্ষত নিয়ে এগোই , ক্ষতিটা ভাবিনা
রূপকথা আদৌ হয় বলে মানিনা ।
এমন সময় কেনো ফিরলে নির্বিকারে ?
আমি ছিলাম বেশ নিয়ে ক্ষত
তুমি কি বুঝবে যন্ত্রণা কত ?
খেয়ালী পাখিটা বসে আছে আনমনা
জানে কি খেয়াল রাখছে অন্যজনা ?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০