এক রেড কালার কি লাভ স্টোরি
প্রেম -- শব্দটা এইটুকু হলে কি হবে , অর্থ অথবা প্রয়োগ অত্যন্ত দুরূহ বা ভহাভয় বললেও বোধহয় ভুল হবে না । আর প্রথম দেখার প্রেম না হয়ে সেটা যদি হয় অদৃশ্য প্রেম ? যেমন ধরুন কবিতা পড়ে কি কবির প্রেমে পড়া সম্ভব ? সেক্ষেত্রে কি মনে আসবে যে , সেই কবিও কি তাঁর কবিতার মতো ? কবিতা ও কবিকে নিয়ে কল্পনা-জল্পনার এইসব বিচিত্র সম্ভাবনার সমাহার হোলো এক রেড কালার কি লাভ স্টোরি ফিল্মটা ।
লালব্যাগ আর একটা মেয়েকে ফলো করে ক্যামেরা । ছবির শুরুর দিকে ।
সুফি একজন চাকুরীরতা মেয়ে । কোনো এক সকালে ঘুম চোখেই সে মোবাইলে অচেনা নম্বরের মেসেজ পায় । ' হু ইজ দিস প্লিজ ' -- বলে সে প্রতি মেসেজ পাঠায় । কিন্তু কোনো প্রতিউত্তর পায় না । ভালো কবিরা নিজের মর্জি মতো চলেন । অন্যের প্রশ্নকে ধর্তব্যের মধ্যে আনেন না ! বোধহয় ! যাহোক , সুফি এই কবি কাহিনী শে্য়ার করে এক বান্ধবীর সাথে । যে আবার খুব বাস্তব বাদী । আর সুফির যে কবিতার প্রতি
ভালোরকম দূর্বলতা আছে সেটা ছবির সাথে এগোতে এগোতে বোঝা যা্য় ।
তেরে নজরকে লালী মে
মেরে জীগরকা খুন হ্যয় !
এই লাইনগুলো পড়ে কি পাঠক নিজেকে ভ্যাম্প ভাবতে পারে ? সুফির বান্ধবীর তেমনই মনে হয় ! সে নানাভাবে সুফিকে সাবধান করে এই অদৃশ্য কবি সম্পর্কে । তাকে নিয়ে কোনোরকম রোম্যান্টিক চিন্তাভাবনা করতে না করে । এইসময় কবি সম্পর্কে কতগুলো সাধারণ ধারণা পেশ করা হয় । যেমন- প্রথমেই কবি মানেই গরীব ধরে নিতে হবে , বা , এইসব কবিরা বৌয়ের সাথে ঝগড়া করে রোম্যান্টিক কবিতা লেখে । আরো আছে এরকম কমেন্ট । বললে দেখার মজাটা চলে যাবে । তবে কমেন্টগুলো দেখে নিজের মনেও কমেন্ট চলে আসবে । আমার অন্তত এসেছে ।
তবে সবরকম সাবধানবানী সত্ত্বেও সুফি কবির নামটা ' লালমন ' ।
' লহুলহান শহেরমে লড়খড়তা লালমন ' -- সিনেমা জুড়ে এই বিশেষ রঙের প্রতি প্রেম মন ছুঁয়ে যায় ।
এরপর সুফি , বন্ধুর প্রবল আপত্তির সাথে প্রায় লড়াই করে সেই কবির সাথে দেখা করতে সচেষ্ট হয় । এখানে আবার একটা কবিতার লাইন আছে --
' ঢুন্ডকর ভি মিলেগা কেয়া ? ওহি দিল , ওহি ধরকন , ওহি সব' '
সুফির সাথে কি সেই অদৃশ্য কবির দেখা হয় ? জানতে হলে এই ছবিটা দেখতে হবে । আর যদি আপনি কবিতা ভালোবাসেন এবং আপনার হাতে মিনিট কুড়ি সময় থাকে তাহলেও এই ছবিটা দেখতে পারেন । কবিতা দিয়ে যে এতো সুন্দর দৃশ্যায়ন সম্ভব তা এই ছবিটা দেখলে বোঝা যাবে না । এখানেই অ্যানি জাইদির পরিচালিকা হিসাবে মুন্সিয়ানা । শুধু মেল ভয়েস ওভারটা একটু ফ্ল্যাট লেগেছে । যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত ধারনা । তবে সুফির চরিত্রে অ্যানির কাব্যিক মেসেজ পড়ার স্টাইলটা খুবই ন্যাচারাল ।
জানিনা বাংলাতে এরকম কবিতায় সাজানো ছবি কেনো দেখতে পাই না ! আমি তো এখনো দেখিনি । কেউ দেখলে জানাবেন ।
আর এটা ফিল্ম রিভিউ লিখিনি । শুধু এই মুভিটা দেখার আমার অভিঙ্গতাটা আপনাদের সাথে শেয়ার করেছি ।
লিঙ্ক -- https://youtu.be/B9qFXBEhu3g
Film Details:
Film Name: Ek Red Color ki love story
Genre: Romance
Star cast: Annie Zaidi, Arjun Bali, Seema Fauzdar, Aditya Sudarshan
Directed by: Annie Zaidi
Produced by: Vinay Mishra, Pallavi Rohatagi, Preety Ali
Story / Screenplay: Annie Zaidi
Language: Hindi
Duration: 20 Minutes
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩